# বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ। (জন্ম: ১০ জুলাই, ১৮৮৫)
# 'অরণ্য নীলিমা' উপন্যাসের লেখক কে?
উত্তর: আহসান হাবীব। (মৃত্যু; ১০ জুলাই, ১৯৮৫)
# মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: নওয়াব আব্দুল লতিফ। (মৃত্যু: ১০ জুলাই, ১৮৯৩)
# প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন কে?
উত্তর: টিউলিপ সিদ্দিক।
# ২০২৩-২৪ অর্থবছরে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৬ দশমিক ৬৬ শতাংশ।
# ২০২৩ সালে সরাসরি বিদেশি বিনিয়োেগ (FDI) এর পরিমাণ কত?
উত্তর: ৩০০ কোটি ডলার।
# লাইবেরিয়ার প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তর: জোসেফ বোকাই।
# তুরস্কের নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইট এর নাম কী?
উত্তর: তার্কসাত ৬ এ।
# আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
# ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্য-স্ফীতির হার কত?
উত্তর: ৯ দশমিক ৭৩ শতাংশ।
# ২০২৩-২৪ অর্থবছরে দেশে চা উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১০৩ মিলিয়ন কেজি।
# বর্তমানে মোেট ওষুধ চাহিদার কত শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হচ্ছে?
উত্তর: ৯৮ শতাংশ।
I# CT ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৪ অনুযায়ী ICT খাতে অগ্রগতির সূচকে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৬২। (সূত্র: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন)
# তথ্য প্রযুক্তির অগ্রগতি সূচকে নিম্নমধ্যম আয়ের দেশের গড় নম্বর কত?
উত্তর: ৬৪.৮। (সূত্র: ITU)
# হাঙ্গেরির প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: ভিক্তর আরবান।
# সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমন্ডলের কোন স্তর?
উত্তর: ওজন স্তর।