PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩১ মে ২০২৪



# বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা কতটি? 
উত্তরঃ ৩৩৪টি।

# সম্প্রতি (মে-২০২৪) কোন দেশ কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ জাপান।

# বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীদের জন্য বিশ্বব্যাংক কত টাকা অনুদান দিচ্ছে?
উত্তরঃ ৭০ কোটি ডলার। (দেশীয় মুদ্রায় ৮ হজার ২২৫ কোটি টাকা)

# সদ্য (মে-২০২৪) দায়িত্বপ্রাপ্ত র‍্যাবের মহাপরিচালক কে? 
উত্তরঃ মো: হারুন আর রশিদ (১০ম)।

# বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা কতটি? উত্তরঃ ২১৮টি।

# এখন পর্যন্ত কত জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন?
 উত্তরঃ ১৬৮ জন।

# দেশে বর্তমানে কতটি ইকো পার্ক রয়েছে? 
উত্তরঃ ৯টি

# অ্যাফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইনডেক্স ২০২৪ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৪২তম।

# "গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২৪” এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ ক্লিয়ান এমবাপ্পে।

# সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনি বাসিদের জন্য ফ্রি ভিসা পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধির কথা বলেছে?
উত্তরঃ কানাডা

# আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৯ মে।

# সম্প্রতি (মে-২০২৪) বাংলাদেশের নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ 'ওরে বিহঙ্গ মোর' ভাস্কর্য কোথায় স্থাপন করা হয়?
উত্তরঃ জাপানের নাগাসাকি পিস পার্কে।

# ৪৫তম ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে- 
উত্তরঃ সিসিমপুর।

# সম্প্রতি চীন দেশের বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন-
উত্তরঃ কোষ থেরাপির মাধ্যমে।

# সর্বশেষ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ?
উত্তরঃ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।

# বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন?
উত্তরঃ ৬ হাজার ৯২ জন। (নারী ৪৯৩ জন)

# ২০২৩ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?
উত্তরঃ ৩০০ কোটি ৪৪লাখ ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!