Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ২৩ জুন ২০২৪



# সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশকে কত কোটি টাকা ঋণ (দুই কিস্তি ঋণের শেষ কিস্তি হিসেবে) দিয়েছে? 
উত্তর: ১০ হাজার ৫৫২ কোটি ৫০ লাখ টাকা।

# সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে 'রাষ্ট্র' হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: আর্মেনিয়া।

# সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী কয়টি সমঝোতা স্মারক ও নথিতে সই করেছে?
উত্তর: ১০টি।

# সম্প্রতি কোন দেশ বাংলাদেশিদের জন্য 'ই-মেডিকেল ভিসা চালু করার আশ্বাস দিয়েছে?
উত্তর: ভারত।

# সম্প্রতি বাংলাদেশের কোন মন্ত্রণালয় রাসেল'স ভাইপার না মারার নির্দেশ দেয়?
উত্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

# সম্প্রতি এশিয়ার কোন মুসলিম দেশ 'হিজাব' নিষিদ্ধ করেছে?
উত্তর: তাজিকিস্তান।

# তাজিকিস্তানের শতকরা কত ভাগ লোক ইসলাম ধর্মাবলম্বী?
উত্তর: ৯৬%।

# বিবিসির তথ্যমতে, ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন কে?
উত্তর: মার্ক রুট (নেদারল্যান্ডস)।

# সম্প্রতি রাশিয়ান অ্যান্টি-ভাইরাস 'ক্যাসপারস্কি' নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# সম্প্রতি কোন দেশের উপকূলে ৩৩০০ বছর আগের জাহাজের সন্ধান মিলেছে?
উত্তর: ইসরাইল উপকূলে।

# কার শাসনামলে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ধর্মপাল।

# LWG সনদ পাওয়া বাংলাদেশের ট্যানারির সংখ্যা কতটি?
উত্তর: ৭টি।

# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি মূল্য কত?
উত্তর: ১২২.৩৬ কোটি ডলার।

# ২০২৩ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ৩০০ কোটি ডলার।

# স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে FDI প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: তৃতীয়।

# বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষদেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষদেশ কোনটি?
উত্তর: সিংগাপুর। (ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র‍্যাংকিং-২০২৪)

# 'কস্ট অব লিডিং' জরিপে ২০২৪ সালের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষে কোন শহর?
উত্তর: হংকং।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!