PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১০ জুন ২০২৪



# FAO এর তথ্যমতে, মিঠাপানিতে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কততম? 
উত্তর: দ্বিতীয়।

# FAO এর তথ্যমতে, মিঠাপানিতে বাংলাদেশের মোট উৎপাদন কত টন মাছ?
 উত্তর: ৪৮ লাখ টন।

# বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালে ব্যাংকের মাধ্যমে কত ডলার প্রবাসী আয় করে?
উত্তর: ২১৯০ কোটি ডলার।

# বিবিএস এর তথ্যমতে, দেশে বর্তমানে কী পরিমাণ বেকার রয়েছে?
উত্তর: ২৫ লাখ ৯০ হাজার।

# FAO এর তথ্যমতে, মোট মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: পঞ্চম।

# হালাল পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বছরে কত টাকা আয় করে?
উত্তর: ৯০০ কোটি টাকা।

# আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: অষ্টম (১ম-ভারত)।

# পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫ নভেম্বর ২০২৪।

# বর্তমানে বাংলাদেশে বার্ষিক করমুক্ত আয় সীমা কত টাকা?
 উত্তর: ৩,৫০,০০০ টাকা।

# চীনের সবচেয়ে উঁচু বিরামহীন জলপ্রপাতের নাম কী?
উত্তর: ইরুনতাই জলপ্রপাত।

# ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে মূল্য সংযোজন কর কত আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে?
উত্তর: ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি টাকা।

# ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

# স্পেস এক্সের তৈরি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলকারী মহাকাশ যানের না-
উত্তর: স্টারশিপ।

# ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫-১৬ জুন কোথায় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: সুইজারল্যান্ড।

# ২০২৪-২৫ অর্থবছরে জলবায়ু অভিযোজন বৃদ্ধির জন্য কত টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব-
উত্তর: ১০০ কোটি টাকা।

# ২০২৪-২৫ অর্থবছরে কৃষিখাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ কত টাকা?
উত্তর: ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।

# বাংলাদেশে তৈরি ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়? 
উত্তর: ১৫৩টি দেশে।

# চলতি বছরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 
উত্তর: বন, জার্মানি।

# বাংলাদেশের কতজন শিশু সুষম খাদ্যসংকটে ভোগে?
উত্তর: প্রতি ৩ জনের ২ জন।

# 'রূপবান মুড়া' প্রত্নতাত্ত্বিক স্থান কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!