Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ০৯ জুন ২০২৪



# বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় কবে?
উত্তর: ৮ জুন।

# ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে মূল্য সংযোজন কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে কত?
উত্তর: ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি টাকা।

# দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত কোন বন?
উত্তর: শাল বন। (দেশের মধ্যাঞ্চলে অবস্থিত)

# বাংলাদেশে তৈরি ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের কতটি দেশে রপ্তানি হয়?
উত্তর: ১৫৩টি দেশ।

# বাংলাদেশের কতজন শিশু (পাঁচ বছরের কম) সুষম খাদ্যসংকটে ভোগে?
উত্তর: প্রতি তিন জন শিশুর মধ্যে দুইজন। (সূত্র: ইউনিসেফ)

# ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

# জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: মোহাম্মদ আবদুল মুহিত। (জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত)

# স্পেস এক্সের তৈরি প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলকারী মহাকাশ রকেটের নাম কী?
উত্তর: স্টারশিপ।

# ঐতিহাসিক ৬ দফা দিবস কবে?
উত্তর: ৭ জুন।

# 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ আকরম খাঁ। (জন্ম: ৭ জুন, ১৮৬৮)

# ২০২৪-২৫ অর্থবছরে কৃষিখাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ কত টাকা?
উত্তর: ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।

# ২০২৪-২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তাখাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে?
উত্তর: ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা।

# ২০২৪-২৫ অর্থবছরে জলবায়ু অভিযোজনের সক্ষমতা বৃদ্ধির জন্য কত টাকা বিশেষ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে?
উত্তর: ১০০ কোটি টাকা।

# তত্ত্বীয় কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তর: অ্যালান টুরিং। (মৃত্যু: ৭ জুন, ১৯৫৪)

# আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালকের নাম কী?
উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা।

# পৃথিবীর সব জলরাশির কতশতাংশ পানি সমুদ্রে রয়েছে?
উত্তর: ৯৭ শতাংশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!