PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৭ জুন ২০২৪



# বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী?
উত্তর: আবুল হাসান মাহমুদ আলী।

# ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার কত?
উত্তর: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

# ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?
উত্তর: ৬ দশমিক ৫ শতাংশ।

# ২০২৪-২৫ অর্থবছরে GDP'র প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে?
উত্তর: ৬ দশমিক ৭৬ শতাংশ।

# বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার কত?
উত্তর: প্রায় ৪২ শতাংশ। (সূত্র: বাংলাদেশ স্যাম্পল ভাইটাল ষ্ট্যাটিসটিক্স রিপোর্ট-২০২৩)

# ১৫ বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার কত?
উত্তর: ৮ শতাংশ।

# মহাকাশে এক হাজার দিন কাটানোর রেকর্ড করেছেন কোন সাংবাদিক ও মহাকাশচারী?
উত্তর: ওলেগ কোনোনেনকো।

# ৫০তম G-7 সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইতালির বারি শহরে। (১৩ থেকে ১৫ জুন)

# বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ জুন।

# বাংলাদেশে মাথাপিছু মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা কত?
উত্তর: প্রতি মাসে প্রায় ৭.৫ গ্রাম। (এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকী-২০২৪)

# ২০২৩ অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত?
উত্তর: ৫.৭৩ বিলিয়ন মার্কিন ডলার।

# যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পণ্য আমদানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ৪১৫.৩২ মিলিয়ন মার্কিন ডলার।

# ২০২৩ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ৫.৩১ বিলিয়ন মার্কিন ডলার।

# ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের রপ্তানির শতকরা হার কত?
উত্তর: ৩.৪৪ শতাংশ।

# জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমি পরিমাণের লক্ষ্য কত দেওয়া হয়েছে?
উত্তর: ৩০ শতাংশ।

# আধুনিক অর্থশাস্ত্রের জনক কে?
উত্তর: অ্যাডাম স্মিথ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!