PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৬ জুন ২০২৪



# টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমির পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে কত?
 উত্তর: ৩০ শতাংশ।

# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত?
উত্তর: ৫.৭৩ বিলিয়ন মার্কিন ডলার।

# ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ৫.৩১ বিলিয়ন মার্কিন ডলার।

# ২০২২-২৩ অর্থবছরে সার্কভূক্ত দেশগুলো থেকে বাংলাদেশের রপ্তানির শতকরা হার কত?
উত্তর: ৩.৪৪ শতাংশ।

# শাহবাগ থানাকে সরিয়ে কোথায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
উত্তর: হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে।

# সর্বশেষ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
উত্তর: স্লোভেনিয়া (৪ জুন ২০২৪)।

# বাংলাদেশের কোন জেলায় আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি? 
উত্তর: শরীয়তপুর।

# বর্তমানে বাংলাদেশ থেকে কতটি দেশে চা রপ্তানি করা হয়? 
উত্তর: ২৩টি দেশে।

# বাংলাদেশের সবচেয়ে লবণাক্ত এলাকা কোনটি?
উত্তর: সাতক্ষীরা।

# 'গ্রান্ডব্যাংক' নামটি কীসের সাথে সম্পর্কিত?
উত্তর: মৎস্যক্ষেত্র।

# বিশ্ব খাদ্যনিরাপত্তহীনতা সম্মুখীন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৮ম।

# ২০২৩-২৪ অর্থবছরে চা রফতানি করে মোট আয় করে কত কোটি টাকা?
উত্তর: ৩৫.৪৩ কোটি টাকা।

# নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ এর চ্যাম্পিয়ন দল কত ডলার প্রাইজমানি পাবেন?
উত্তর: ২৪ লাখ ৫০ হাজার ডলার।

# বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ শিরোপা চ্যাম্পিয়ন দল কোনটি?
উত্তর: বাংলাদেশ (২য়- নেপাল)।

# বিবিএস তথ্যমতে, মে মাসে দেশে মূল্যস্ফীতির পরিমাণ কত দাঁড়িয়েছে?
উত্তর: ১০.৭৬ শতাংশ।

# সম্প্রতি ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন কোন দেশ?
উত্তর: মালদ্বীপ।

# এবারের লোকসভা নির্বাচনে কত সংখ্যক ভোট পরেছে?
উত্তর: ৬৪ কোটি ২০ লাখ।

# ব্লুমবার্গের তথ্যমতে, এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির নাম কী?
উত্তর: গৌতম আদানি।

# বিশ্ব খাদ্যনিরাপত্তহীনতা সম্মুখীন সূচকে শীর্ষদেশ কোনটি?
উত্তর: কঙ্গো প্রজাতন্ত্র।

# মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ক্লদিয়া শিনবাউম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!