Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ০৩ জুন ২০২৪




# মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' কে লিখেছেন?
উত্তর: মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। (জন্ম: ৩ জুন, ১৯২৬)

# ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' কার লেখা?
উত্তর: মুহাম্মদ আবদুল হাই। (মৃত্যু: ৩ জুন, ১৯৬৯)

# যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাকের উপর নির্ভর?
উত্তর: প্রায় ৯৪ শতাংশ। (পরিমাণ ৫.০৩ বিলিয়ন মার্কিন ডলার)

# ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে পণ্য আমদানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ১ হাজার ৩৩কোটি ৫৯ লাখ ডলার।

# ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ১৯২ কোটি ডলার।

# ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে প্রবাসী আয়ের পরিমাণ কত?
উত্তর: ৪ কোটি ৪৯ লাখ ডলার।

# চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী চীনের মনুষ্যবিহীন মহাকাশযানের নাম কী?
উত্তর: চ্যাংই-৬।

# সম্প্রতি কুয়েতে নিযুক্ত যুবরাজের নাম কী?
উত্তর: শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।


# দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১ জুন, ১৯৬৯।

# ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের পরিমাণ কত?
উত্তর: ১,২৬,২৭২ কোটি টাকা।

# খুলনা-মোংলা রেলপথ চালু হবে কবে?
উত্তর: ১ জুন, ২০২৪।

# ২০২৩ সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ কত?
উত্তর: ১৬ লাখ ৫৯ হাজার ৩৩৪ কোটি টাকা। (ডেবট বুলেটিন-২০২৩, অর্থ মন্ত্রণালয়)

# ২০২২-২৩ অর্থবছরে দুধ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১ কোটি ৪০ লাখ মেট্রিকটন।

# WHO'র মানদণ্ড অনুযায়ী, প্রতিদিন একজন মানুষের কী পরিমাণ দুধ পান করা প্রয়োজন?
উত্তর: ২৫০ মিলিলিটার।

# সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী দক্ষিণ এশিয়ার প্রথম ব্যাক্তি কে?
উত্তর: ব্রজেন দাশ। (মৃত্যু: ১ জুন, ১৯৯৮)

# নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image