PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৯ মে ২০২৪




# 'The Origin and Development of Bangla Language' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়। (মৃত্যু: ২৯মে, ১৯৭৭)

# ২০২৩ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ৩০০ কোটি ৪৪লাখ ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# সম্প্রতি বাংলাদেশের নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ 'ওরে বিহঙ্গ মোর' ভাস্কর্য কোথায় স্থাপন করা হয়?
উত্তর: জাপানের নাগাসাকি পিস পার্কে।

# আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
উত্তর: ২৯ মে।

# বর্তমানে বাংলাদেশ কতটি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে?
উত্তর: ১৩টি দেশে।

# বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন?
উত্তর: ৬ হাজার ৯২ জন। (নারী ৪৯৩ জন)

# বর্তমানে বাংলাদেশি সদস্যরা কতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন?
উত্তর: ৯টি।

# ১৯৩৮ সালে ফিশন বিক্রিয়া প্রথম আবিষ্কার করেন কে?
উত্তর: ভৌত রসায়নবিদ অটোহান ও স্ট্রেসম্যান।

# 'সংগ্রাম' চিত্রকর্মের শিল্পী কে?
উত্তর: জয়নুল আবেদিন। (মৃত্যু: ২৮মে, ১৯৭৬)

# ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার কত?
উত্তর: ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা।

# BBS এর গবেষণা ও উন্নয়ন জরিপ ২০২২ অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা কত?
উত্তর: প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১০৭ জন।

# দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় কত?
উত্তর: প্রায় ৬২০ টাকা।

# বাড়িতে সন্তান প্রসবের হার কত?
উত্তর: ৩২.৭৭ শতাংশ।

# প্রতি হাজার জীবিত শিশু জন্মের বিপরীতে কতজন শিশু (এক মাসের কম বয়সী বা নবজাতক) মৃত্যুবরণ করে?
উত্তর: ২০ জন।

# প্রতি লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে কতজন মা মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৬ জন।

# নারী এভারেস্ট জয়ীদের মধ্যে দ্রুততম সময়ে চূড়ায় আরোহণ করার রেকর্ড করেন কে?
উত্তর: নেপালের কুঞ্জো ঝাংমু লামা। (১৪ ঘণ্টা ৩১ মিনিট সময় লেগেছে)

# সদ্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ।

# ২০২২-২৩ অর্থবছরে আম উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১৪ লাখ ৮২ হাজার ৯৩৭ মেট্রিক টন।

# মোট আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম

# বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় কবে?
উত্তর: ১৮৪০ সালে।

# ২০২২-২৩ অর্থবছরে চা উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি।

# বাংলাদেশে বার্ষিক মাথাপিছু কার্বন নিঃসারণের পরিমাণ কত?
উত্তর: ০.৫ টন

# ২০৫০ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুতের সংখ্যা কত হবে?
উত্তর: প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ। (সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে)

# হিমোগ্লোবিন কী ধরণের পদার্থ?
উত্তর: রঞ্জক পদার্থ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!