PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৮ মে ২০২৪



# চলতি অর্থবছরের সংশোধিত এডিপির (ADP) আকার কত কোটি টাকা?
উত্তর: ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা।

# চলতি অর্থবছরের সংশোধিত এডিপির (ADP) কত শতাংশ বাস্তবায়নে খরচ হয়েছে?
 উত্তর: ৪৯.২৬ শতাংশ।

# বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাৎসরিক ক্ষতির পরিমাণ কত কোটি টাকা?
 উত্তর: ১০০ কোটি টাকা।

# বিবিএস এর গবেষণা ও উন্নয়ন জরিপ ২০২২ অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা কতজন?
উত্তর: প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১০৭ জন।

# গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় কত টাকা?
উত্তর: প্রায় ৬২০ টাকা।

# দ্রুততম সময়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কোন নারী এভারেস্ট জয়ী?
উত্তর: কুঞ্জো ঝাংমু লামা (নেপাল)।

# সম্প্রতি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে কোন দেশ? 
উত্তর: উত্তর কোরিয়া।

# বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন? 
উত্তর: হুসনে আরা শিখা।

# "মডিস" কোন দেশ ভিত্তিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান? 
উত্তর: যুক্তরাষ্ট্র।

# জি-২০ জোটের একমাত্র আফ্রিকার সদস্য দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে?
 উত্তর: কর্ণফুলী নদী।

# অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
 উত্তর: সৌদি আরব।

# বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কত বছর?
 উত্তর: ৭১.৪ বছর।

# সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর চেয়ে ছোট আকৃতির বাসযোগ্য গ্রহের নাম কী?
উত্তর: গ্লিসি ১২বি।

# ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে কখন?
উত্তর: ৬ জুন ২০২৪।

# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার? 
উত্তর: ৩.৩২ কিলোমিটার।

# ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাথ শহর, ইংল্যান্ড।

# আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকের সংখ্যা কতজন?
উত্তর: ১৫ জন।

# বাংলার কোন শাসক প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন?
উত্তর: শামসুদ্দিন ফিরোজ শাহ (১৩০১ সালে)।

# বাতাসের গতিবেগ কত কি.মি. হলে তাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয়?
উত্তর: ৮৯ থেকে ১১৭ কি.মি.।

# সম্প্রতি গণতন্ত্র ক্ষুণ্ণ করায় যুক্তরাষ্ট্র কোন দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর: জর্জিয়া।

# বিবিএস এর তথ্যমতে, ২০২৩ সালে দেশে বার্ষিক জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি হার কত ছিল?
উত্তর: ১.৩৩ শতাংশ।

# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে চাল উৎপাদন এর পরিমাণ দাঁড়িয়েছে কত টন?
উত্তর: ৩ কোটি ৯০ লাখ টন।

# নর্থ ব্রুক হল বা লালকুঠি নামে ঐতিহাসিক স্থাপনা কোন জেলায় অবস্থিত?
উত্তর: ঢাকা।

# আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সদস্য রাষ্ট্র কতটি?
উত্তর: ১২৪টি।

# কাজী নজরুল ইসলাম পুরস্কার ২০২৪ প্রদান করা হয় কাকে?
উত্তর: অধ্যাপক ড. রাজিয়া সুলতানা।

# বর্তমানে এলডিসি তালিকাভুক্ত দেশের সংখ্যা কতটি?
উত্তর: ৪৬টি।

# বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।

# ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: ওমান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!