# বাংলাদেশী নারী শিক্ষার্থী দলের দুযোর্গ মোকাবেলা এবং উদ্ধারকাজের জন্য তৈরি রোবটটির নাম কী?
উত্তর: প্রহরী।
# ওয়ার্ল্ড সায়েন্স, এনভারনমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন কোন দেশের শিক্ষার্থীরা?
উত্তর: বাংলাদেশের নারী শিক্ষার্থীরা।
# এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড করা?
উত্তর: নেপালের কামি রিতা শেরপা (30 বার)।
# সম্প্রতি (মে-2024) আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান।
# 'রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার 2021' পেল কতটি প্রতিষ্ঠান?
উত্তর: 20টি শিল্প প্রতিষ্ঠান।
# বর্তমানে দেশের কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে?
উত্তর: 24 শতাংশ।
# ওয়ার্ল্ড সায়েন্স, এনভারনমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন-
উত্তরঃ বাংলাদেশের নারী শিক্ষার্থীরা।
# সম্প্রতি (মে-২০২৪) কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে?
উত্তরঃ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
# আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৪ পেয়েছেন কে? উত্তরঃ জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। (কাইরোস উপন্যাসের জন্য)
# বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী হব?
উত্তরঃ রোমাল (অর্থ: বালু)
# বাংলাদেশি নারী শিক্ষার্থী দলের দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধারকাজের জন্য তৈরি রোবটটির নাম কী? উত্তরঃ প্রহরী।
# ইউরোপের কোন তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে?
উত্তরঃ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।
# বর্তমানে দেশে কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে?
উত্তরঃ ২৪ শতাংশ।
# এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড কার?
উত্তরঃ নেপালের কামি রিতা শেরপা। (৩০ বার)