# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক কত বছর পর পর দেওয়া হবে?
উত্তর: দুই বছর।
# বিবিএস এর তথ্যমতে, 2023-24 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত?
উত্তর: 5.82 শতাংশ।
# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তর: 20 মে 20241
# ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সমর্থন জানিয়েছে কোন দেশ?
উত্তর: ফ্রান্স।
# ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: 102 তম (175 দেশের মধ্যে)।
# পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে কাকে?
উত্তর: কবি নির্মলেন্দু গুণকে।
# কতজন উদ্যোক্তা 'সেরা এসএমই পুরষ্কার 2023' অর্জন করেছেন?
উত্তর: সাত জন।
# 2027 সালে দশম নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিল।
# ফোর্বসের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ কে?
উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো (চতুর্থবারের মতো)।
# Best countries Hiring Freelancers-2024 প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিং-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: 29 তম (30টি দেশের মধ্যে)।
# ন্যাটো জোটের 75 তম বার্ষিকি অনুষ্ঠান কোথায় উৎযাপিত হবে?
উত্তর: ওয়াশিংটন।
# এ বছর কত জন শিল্পকলা একাডেমি পুরষ্কার পাচ্ছেন?
উত্তর: 13 জন।
# সর্বপ্রথম কত সালে মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়?
উত্তর: 1899 সালে।
# প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহিম কবে মাউন্ট এভারেস্ট জয় করেন?
উত্তর: 2010 সালে 23 মে।
# জর্জ এভারেস্ট মাউন্ট, এভারেস্ট আবিষ্কার করেন কবে?
উত্তর: 1841 সালে।
# উচ্চতার কারণে শারীরিক ভারসাম্য বজায় রেখে এভারেস্টের শীর্ষে উঠতে কত দিনের মতো সময় লাগে?
উত্তর: 40 দিনের মতো।
# মাউন্ট এভারেস্টে ভিন্ন ভিন্ন চলাচলের রুট রয়েছে কতটি?
উত্তর: 18টি।
# মাউন্ট এভারেস্টের বাতাসের গতি কত মাইল?
উত্তর: 200 মাইল।