PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২১ মে ২০২৪




# সেরা এসএমই পুরস্কার-২০২৩ অর্জন করেছে কতজন উদ্যোক্তা?
উত্তরঃ ৭ জন উদ্যোক্তা।

# বিবিএস এর তথ্যমতে, বর্তমানে (মে-২০২৪) মাথাপিছু আয় কত?
উত্তরঃ ২৭৮৪ ডলার

# ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সমর্থন জানিয়েছে কোন দেশ?
উত্তরঃ ফ্রান্স।

# ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মোহাম্মদ মোখবার।

# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক কত বছর পর পর দেওয়া হবে?
উত্তরঃ দুই বছর।

# ন্যাটো জোটের ৭৫তম বার্ষিকী অনুষ্ঠান কোন দেশে উদযাপিত হবে?
উত্তরঃ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

# বিবিএস এর তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হার কত?
উত্তরঃ ৫.৮২ শতাংশ।

# বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় কবে?
উত্তরঃ ২০ মে, ২০২৪।

# ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১০২তম (১৫৭ দেশের মধ্যে)।

# Best Countries for Hiring Freelancers-2024 প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিং-এ বাংলাদেশের অবস্থান কত? 
উত্তরঃ ২৯তম। (৩০টি দেশের মধ্যে)

# কত জন উদ্যোক্তা 'সেরা এসএমই পুরস্কার ২০২৩' অর্জন করেছেন?
উত্তরঃ ৭ জন।

# কত তারিখে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়?
উত্তরঃ ১৯ মে, ২০২৪ সাল।

# 'পোয়েট অব বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়েছে কাকে?
উত্তরঃ কবি নির্মলেন্দু গুণকে।

# ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও গভর্নরের বহনকারী হেলিকাপ্টার কোথায় বিধ্বস্ত হয়েছে?
উত্তরঃ পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায়।

# গত ১৯ মে, ২০২৪ তরিখে কে এভারেস্ট জয় করেছেন? 
উত্তরঃ বাবর আলী।

# ন্যাটো জোটের ৭৫ তম বার্ষিকি অনুষ্ঠান কোথায় উৎযাপিত হবে?
উত্তরঃ ওয়াশিংটন।

# ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু হয় কত তারিখে? 
উত্তরঃ ২০ মে ২০২৪

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!