PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৯ মে ২০২৪



# সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কোন বাংলাদেশি? 
উত্তর: বাবর আলী।

# মস্তিষ্কের টিউমার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম তৈরি করেছেন কোন দেশের গবেষকেরা?
উত্তর: অস্ট্রেলিয়া।

# সম্প্রতি কোন দেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রথমবার নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর: কানাডা।

# সম্প্রতি কোন দেশ ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী জাহাজে নোঙর করতে দেয়লি?
উত্তর: স্পেন।

# ২০২২-৩ অর্থবছরে বাংলাদেশে আমদানির পরিমান ছিল কত বিলিয়ন ডলার?
উত্তর: ৭৫.০৬ বিলিয়ন ডলার।

# ফোর্বসের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ কে?
উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো (চতুর্থবারর মতো)।

# বাসযোগ্যতার দিক থেকে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম?
 উত্তর: ১৩৭তম (১৪০ শহরের মধ্যে)।

# মধ্য এশিয়ান দেশ কিরগিজস্তানের রাজধানীর নাম কী? 
উত্তর: বিশকেক।

# মেরিল প্রথম আলো পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 
উত্তর: ১৯৯৮ সাল।

# 'কান্দাহার' শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: আফগানিস্তান।

# জাতিসংঘের তথ্যমতে, এপ্রিলের তাপপ্রবাহে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কোন জেলায়?
উত্তর: মাগুরা জেলায়।

# এপ্রিলের তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কত জেলার মানুষের?
উত্তর: ৫৬ জেলার।

# ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তার তালিকায় কতজন বাংলাদেশি স্থান পেয়েছে?
উত্তর: ৯ জন বাংলাদেশি।

# আগামী অর্থবছরে ২০২৪-২৫ অর্থবছরে উন্নয়ন কর্মসূচিতে কতটি প্রকল্প রয়েছে?
উত্তর: ১,৩২১টি প্রকল্প।

# সম্প্রতি ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়নের আহ্বান জানিয়েছে-
 উত্তর: আরব লীগ।

# ইন্টারনেট বন্ধ রাখার ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে কোন দেশটি?
উত্তর: ভারত।

# মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: কাতার ।

# ১০ম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিল (২০২৭ সালে)।

# বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা কতটি? উত্তর: ১০০টি।

# সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা কতজন?
উত্তর: ২১ লাখ ২০ জাহাজ প্রায়।

# রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তর: ৬,৩০৫ কোটি ডলার।

# ২০২৩ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় কত?
উত্তর: ১১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।

# সম্প্রতি নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যান্সারমুক্ত হয়েছে কোন চিকিৎসক?
উত্তর: রিচার্ড স্কোরিয়া।

# ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চালানো গণহত্যাটির নাম কী?
উত্তর: নাকবা।

# বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা কখন ঘটেছিল?
উত্তর: ২০১৬ সালে।

# সেমিকন্ডাক্টর খাতে বর্তমানে বৈশ্বিক বাজারের আকার কত?
উত্তর: ৬৭৩.১ বিলিয়ন মার্কিন ডলার।

# সম্প্রতি শিং মাছের জীবনরহস্য উন্মোচন করেছেন কারা?
উত্তর: ড. তাসলিমা খানম এর নেতৃত্বে গবেষক দল।

# সম্প্রতি হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: রবার্ট ফিকো।

# ঘূর্ণিঝড় রেমেলের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: ওমান।

# সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: লরেন্স ওং।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!