PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৭ মে ২০২৪




# বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
উত্তর: ১৯৯৯ সালে।

# শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৭ মে (১৯৮১ সালে)।

# ফোর্বসের ২০২৪ সালের '৩০ অনূর্ধ্ব ৩০' তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছেন?
উত্তর: ৯ জন।

# স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: রবার্ট ফিৎসো।

# কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ২৪মে, ১৯৭২

# ২০২৪-২৫ অর্থবছরের এডিপির মোট বরাদ্দ থাকছে-
উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

# বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৭ মে, ১৯১৩

# মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: কাতার (০.৬ টন)।

# ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৬ মে।

# ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তর: ৬ হাজার ৩০৫ কোটি ডলার (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)।

# ২০২৩ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় কত?
উত্তর: ১১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।

# সেমিকন্ডাক্টর খাতে বর্তামানে বৈশ্বিক বাজার কত?
উত্তর: ৬৭৩.১ বিলিয়ন মার্কিন ডলার।

# সাহিত্য নোবেল বিজয়ী লেখিকা এলিস মুনরো কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩মে, ২০২৪।

#  সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: লরেন্স ওং।

# স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: রবার্ট ফিকো।

# এল নিনোর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে।

# আন্তর্জাতিক পরিবার দিবস কবে?
উত্তর: ১৫ মে।

# ২০২৩-২৪ অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ২৫ লাখ ২৮ হাজার টন।

# ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার কত হতে পারে?
উত্তর: ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

# ২০২৩-২৪ অর্থবছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা কত?
উত্তর: ৫৮ লাখ ১ হাজার।

# ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তাখাতে কর্মসূচির সংখ্যা কত টি?
উত্তর: ১৩০টি।

# পিয়ের ক্যুরি কতসালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯০৩ সালে। (জন্মধ ১৫মে, ১৮৫৯)।

# যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: ডোনাল্ড লু।

# ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হোসেন শান্ত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!