PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৬ মে ২০২৪



# রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তর: ৬,৩০৫ কোটি ডলার।

# ২০২৩ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় কত?
উত্তর: ১১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।

# সম্প্রতি নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যান্সারমুক্ত হয়েছে কোন চিকিৎসক?
উত্তর: রিচার্ড স্কোরিয়া।

# ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চালানো গণহত্যাটির নাম কী?
উত্তর: নাকবা।

# বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা কখন ঘটেছিল?
উত্তর: ২০১৬ সালে।

# সেমিকন্ডাক্টর খাতে বর্তমানে বৈশ্বিক বাজারের আকার কত?
উত্তর: ৬৭৩.১ বিলিয়ন মার্কিন ডলার।

# সম্প্রতি শিং মাছের জীবনরহস্য উন্মোচন করেছেন কারা?
উত্তর: ড. তাসলিমা খানম এর নেতৃত্বে গবেষক দল।

# সম্প্রতি হামলার শিকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: রবার্ট ফিকো।

# ঘূর্ণিঝড় রেমেলের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: ওমান।

# সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: লরেন্স ওং।

# ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা কতটি?
উত্তর: ১৩০টি।

# মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: ডোনাল্ড লু।

# সম্প্রতি ইরানের কোন বন্দর পরিচালনায় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ভারত?
উত্তর: চাবাহার।

# বাংলাদেশ কত সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে?
উত্তর: ২০১৬ সালে।

# ম্যাপ সেবা প্রদানকারী 'বাড়িকই' স্টার্ট-আপ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা করেন কে?
উত্তর: আল আমিন সরকার।

# নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪, বাংলাদেশ দলের অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হোসেন শান্ত।

# ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত হতে পারে?
উত্তর: ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।

# সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
 উত্তর: আন্দ্রেই বেলুসভ।

# আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণে শীর্ষ শহর - 
উত্তর: নয়াদিল্লি (পঞ্চম- ঢাকা)।

# ২০২৩-২৪ অর্থবছরে বয়স্কভাতা ভোগীর সংখ্যা কত? 
উত্তর: ৫৮ লাখ ১ হাজার।

# বিবিএস এর তথ্যমতে, বাংলাদেশে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কত শতাংশ?
উত্তর: ৯.৩৪ শতাংশ।

# জাতীয় সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু হয় কত সালে?
উত্তর: ১৯৮৮ সালে।

# ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের কোন জেলায় স্থাপিত হবে?
উত্তর: কুড়িগ্রামে।

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছে কে?
উত্তর: বাবর আজম।

# গাজায় গণহত্যার প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফিকার করা মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: মিশর।

# বিবিএস এর তথ্যমতে, বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি কত শতাংশ?
উত্তর: ১০.২২ শতাংশ।

# যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?
উত্তর: মাওনালেয়া।

# বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রতিস্থাপন করতে হবে কত সালে? 
উত্তর: ২০৩৪ সালে।

# 'গুড ফ্রাইডে' চুক্তি কোন দেশের শান্তির জন্য হয়েছিল?
উত্তর: আয়ারল্যান্ড।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!