PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৫ মে ২০২৪




# সম্প্রতি (মে-২০২৪) ইরানের কোন বন্দর পরিচালনায় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ভারত?
উত্তরঃ চাবাহার।

# উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম পর্বে ভোটের হার কত শতাংশ?
উত্তরঃ ৩৬.১০%।

# সম্প্রতি (মে-২০২৪) বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় কে মৃত্যুবরণ করেছেন?
উত্তরঃ আসিম জাওয়াদ।

# ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী, বিশ্বের রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ অষ্টম।

# সম্প্রতি (মে-২০২৪) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তরঃ আন্দ্রেই বেলুসভ।

# ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
উত্তরঃ নাজমুল হোসেন শান্ত।

# জাতিসংঘের কোন পরিষদে 'ফিলিস্তিনকে' পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস হয়েছে?
উত্তরঃ সাধারণ পরিষদে (১৪৩ ভোটে)।

# সম্প্রতি (মে-২০২৪) বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি দুর্ঘটনার স্বীকার হয়েছে?
উত্তরঃ ইয়াক-১৩০।

# সম্প্রতি (মে-২০২৪) বিজ্ঞাপন সম্প্রচার করতে টিকটক কর্তৃপক্ষ বাংলাদেশের কোন সংস্থার সাথে চুক্তি করেছে?
উত্তরঃ বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফ।

# সম্প্রতি (মে-২০২৪) কোন দেশ বাণিজ্যিক ভাবে নারকেল থেকে বায়োডিজেল প্রস্তুত করছে?
উত্তরঃ পাপুয়া নিউগিনি।

# সম্প্রতি (মে-২০২৪) বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন কে?
উত্তরঃ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ।

# সম্প্রতি (মে-২০২৪) ইউনেস্কোর 'বিশ্বস্মৃতি' বা ওয়ার্ল্ড মেমোরি' তালিকায় স্থান পেয়েছে কোনটি?
উত্তরঃ সুলতানা'স ড্রিম (রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস)।

# কত তারিখে সোনালী ব্যাংক ও বিডিবিএলের একীভূতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ মে, ২০২৪।

# সম্প্রতি (মে-২০২৪) চাঁপাইনবাবগঞ্জের কোথায় ২৫০০ বছর পূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে? 
উত্তরঃ রহনপুর

# ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আগামী কত তারিখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে?
উত্তরঃ ২১ মে, ২০২৪ সাল।

# ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে? 
উত্তরঃ ডেভিড স্লেটন মিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!