# 'আঠারো বছর বয়স' কবিতাটির লেখক কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য (মৃত্যু: ১৩ মে, ১৯৪৭)।
# ইউনেস্কোর 'বিশ্বস্মৃতি' বা ওয়ার্ল্ড মেমোরি' তালিকায় স্থান পেয়েছে কোনটি?
উত্তর: সুলতানা'স ড্রিম (রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস)।
# আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
# দেশে আমের বার্ষিক উৎপাদন কত?
উত্তর: প্রায় ১৫ লাখ টন।
# বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৭টি।
# অর্থনীতিতে প্রথম নোবেলজয়ী কে?
উত্তর: র্যাগনার ফ্রিশ।
# অর্থনীতিকে 'ব্যাষ্টিক' ও 'সামষ্টিক' অর্থনীতিতে ভাগ করেছেন কে?
উত্তর: র্যাগনার ফ্রিশ।
# সবচেয়ে বেশি বার এভারেস্ট এর শীর্ষে (পৌঁছান কে?
উত্তর: নেপালের কামি রিতা শেরপা (২৯ বার)।
# 'The lady with the lamp' নামে পরিচিত কে?
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল (জন্ম: ১২মে, ১৮২০)।
# বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর: বেঙ্গল গেজেট।
# শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর: সাপ্তাহিক সমাচার দর্পণ।
# দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর: ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি (সরকারি ৬৫,৫৬৬টি)।
# তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয় (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো-২০২৩)।
# ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে জিডিপির অবদান কত?
উত্তর: ১০.৩৫ শতাংশ।
# আন্তর্জাতিক নার্স দিবস কবে?
উত্তর: ১২ মে।
# গণতন্ত্রের জন্ম হয়েছিলো কোন দেশে?
উত্তর: গ্রিসে।