PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১০ মে ২০২৪




# বিআইডিএস এর তথ্যমতে, দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি কত শতাংশ?
উত্তর: ১৫ শতাংশ।

# রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন প্রথম কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ২০০০ সালে।

# সম্প্রতি পেট্রোবাংলা বঙ্গোপসাগরে কতগুলো ব্লকে গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর: ২৪টি ব্লকে।

# প্রতি বছর বাংলাদেশের মানুষের জন্য ভারত কত সংখ্যক ভিসা ইস্যু করে?
উত্তর: ১৬-১৭ লাখ।

# বাংলাদেশে প্রথম এপিআই (API) শিল্পপার্ক কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর: গজারিয়া, মুন্সীগঞ্জ।

# সম্প্রতি সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: বাসিরু দিওমায়ে ফায়ে।

# বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

# বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর: ৪.৮ কিলোমিটার।

# বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ কোনটি?
উত্তর: নেপাল।

# ইউরোপীয় ইউনিয়ন এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে কোন দেশকে?
উত্তর: লেবাননকে।

# ১৯৭৬ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৮ বছরে বিদেশে কর্মী গেছেন মোট?
উত্তর: ১ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন।

# চলতি বছরে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক ভীষ্মদেব চৌধুরি ও শিল্পী লাইসা আহমেদ।

# ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প রাখা হয়েছে কতটি?
উত্তর: ১ হাজার ২৫৮টি।

# ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে কর্মসংস্থানের জন্য কতজন কর্মী পাঠানো হয়েছে?
উত্তর: ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।

# সম্প্রতি বোয়িং '৭৮৭ ড্রিমলাইন' নিয়ে তদন্ত শুরু করেছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

# সম্প্রতি 'গ্রীন চ্যাম্পিয়ন' উপাধিতে ভূষিত হয়েছেন কোন প্রতিষ্ঠানটি?
উত্তর: জেনফার বাংলাদেশ।

# বাংলাদেশ থেকে কতটি দেশে কর্মী পাঠানো হয়েছে? উত্তর: ১৭৬টি দেশে।

# মানব সম্পদ উন্নয়নে শীর্ষ দেশ কোনটি? উত্তর: সুইজারল্যান্ড।
উত্তর: চীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!