PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৮ মে ২০২৪



# বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে?
উত্তর: ৮ মে।

# 'কালবেলা' উপন্যাসের লেখক কে?
উত্তর: সমরেশ মজুমদার (মৃত্যু: ৮ মে, ২০২৩)।

# পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় নিবন্ধিত চা-বাগানের সংখ্যা কত?
উত্তর: ৯টি।

# নবজাতক শিশুদের দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তর: ৩০০টির বেশি।

# বাংলাদেশে আসা তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কী?
উত্তর: টিসিজি কিনালিয়াদা।

# আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর মহাপরিচালক কে?
উত্তর: অ্যামি পোপ।

# রেডক্রস ও রেডক্রিসেন্ট এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জেনেভায় (রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস ৮ মে)।

# বিশ্বে নারী শীর্ষ ধনীর তালিকায় প্রথম হয়েছেন কে?
উত্তর: ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স (সূত্র: ব্লুমবার্গ এনডেক্স)।

# রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
উত্তর: ১৬ বছর (জন্ম: ৭ মে, ১৮৬১)।

# 'ভারতেশ্বরী হোমস' এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রণদা প্রসাদ সাহা (৭ মে, ১৯৭১ পাকিস্তান সেনাবাহিনীকর্তৃক অপহৃত)।

# 'The pied piper of Hamelin' এর লেখক কে?
উত্তর: Robert Browning (জন্ম: ৭ মে, ১৮২২)।

# বাংলাদেশ সরকারের চালুকৃত ক্লাউড সেবার নাম কী?
উত্তর: 'বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড'।

# বাংলাদেশে শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর: ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ (সূত্র: BBS)।

# পাকিস্তান গণপরিষদ কবে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৭ মে, ১৯৫৪।

# বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত GI পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ৩২টি (সূত্র: শিল্প মন্ত্রণালয়)।

# বাংলাদেশে সম্ভাব্য GI পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে? 
উত্তর: ১৫১টি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!