PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৬ মে ২০২৪




# প্রথম বারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম কী?
উত্তর: আইকিউব-কিউ।

# বিশ্ব মুক্ত গণমাধ্যম-2024 অনুযায়ী সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নরওয়ে।

# বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তর: বিনা ধান-251

# চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা সংগ্রহ করা চীনের পাঠানো মানুষবিহীন নভোযানের নাম কী?
উত্তর: চ্যাইং-6।

# নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তর: 10টি দল।

# বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?

উত্তর: প্রতিবছর 5 জুন।

# সর্বশেষ অর্থবছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে?
উত্তর: সৌদি আরব।

# বিশ্ব মুক্ত গণমাধ্যম-2024 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: 165তম।

# বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে কোথায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।

# WHO এর প্রতিবেদনে হেপাটাইটিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: সপ্তম তম।

# এডিবি এর তথ্যমতে, তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তর: 85 শতাংশ।

# দুদকের প্রথম নারী মহাপরিচালক কে?
উত্তর: শিরীন পারভীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!