Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ৪ মে ২০২৪



# "বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন" কার লেখা?
উত্তর: সব্যসাচী হাজরা।

# RSF-এর সূচক অনুযায়ী ২০২৪ সালের, স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫ তম। [শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ- ইরিক্রিয়া (১৮০তম)]

 # পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১৯৮৫ সালে।

# তাপপ্রবাহের কারণে ঢাকা শহরের জিডিপির কত শতাংশ ক্ষতি হয়?
উত্তর: ৮ শতাংশ (বছরে প্রায় ৬০০ কোটি ডলার)।

# জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৪ মে, ১৮৪৯।

# 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩' পুরস্কার পেয়েছে-
উত্তর: লাফার্জহোলসিম বাংলাদেশ।

# ১ম বারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটালাইট অভিযানের নাম কী?
উত্তর: আইকিউব-কিউ।

# সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে?
 উত্তর: তুরস্ক।

# দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
উত্তর: শিরীন পারভীন।

# আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য কত কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে?
উত্তর: ৪৭০ কোটি ডলার।

# মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: জগজিৎ সিং অরোরা। (মৃত্যু: ৩ মে, ২০০৫)

 # ডায়েরিমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'- এর রচয়িতা কে?
উত্তর: জাহানারা ইমাম (জন্ম: ৩ মে, ১৯২৯)।

# ঈদুল ফিতরের মাস এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে কত?
উত্তর: ২০৪ কোটি ৩০ লাখ ডলার।

# ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৩০৮ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা।

# বর্তমানে শেনজেনভুক্ত দেশ কতটি?
উত্তর: ২৯টি।

# 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' বা 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' কবে পালিত হয়?
উত্তর: ৩ মে।

# 'গুপী গাইন বাঘা বাইন' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর: সত্যজিৎ রায় (জন্ম: ২ মে, ১৯২১)।

# ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভারতীয় উপমহাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর: প্রফুল্ল চাকী (মৃত্যু: ২ মে, ১৯০৮)।

# বিখ্যাত 'দ্য লাস্ট সাপার' চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: লিওনার্দো দ্যা ভিঞ্চি (মৃত্যু: ২ মে, ১৫১৯)।

# IMF-এর মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫ দশমিক ৭ শতাংশ।

# বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।

# WHO'র প্রতিবেদনে হেপাটাইটিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।

# ইউক্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মিত মুখপাত্রের নাম কী?
উত্তর: ভিক্টোরিয়া শি।

# কলম্বিয়ার প্রেসিডেন্টে এর নাম কী?
উত্তর: গুস্তাভো পেত্রো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image