PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০২ মে ২০২৪




১. বিখ্যাত 'দ্য লাস্ট সাপার' চিত্রকর্মটি কেঁটেছিলেন?

উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।

২. IMF-এর মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধির হার কত?

উত্তর: ৫.৭ শতাংশ।

৩. WHO-এর প্রতিবেদনে হেপাটাইটস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: সপ্তম।

৪. আদালতের আদেশ লঙ্ঘন করায় ট্রাম্পকে কত ডলার জরিমানা করা হয়েছে?

উত্তর: ৯ হাজার ডলার।

৫. ইউক্রেনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মিত মুখপাত্রের নাম কী?

উত্তর: ভিক্টোরিয়া শি।

৬. কলম্বিয়ার প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: গুস্তাভো পেত্রো।

৭. কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালা কোন দেশ পেতে যাচ্ছে?

উত্তর: দুবাই।

৮. 'গুপী গাইন বাঘা বাইন' চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর: সত্যজিৎ রায় (জন্ম: ২মে, ১৯২১)।

৯. তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?

উত্তর: উখিয়া, চীন।

১০. 'দ্য ফুজিয়ান' কোন দেশের তৈরি সবচেয়ে বড় ও আধুনিক রণতরী?

উত্তর: চীন।

১১. বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে কোন শহরটি?

উত্তর: কাঠমান্ডু।

১২. ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভারতীয় উপমহাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কী?

উত্তর: প্রফুল্ল চাকী (মৃত্যু: ২ মে, ১৯০৮)।

১৩. রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমাটি 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড' পেয়েছে?

উত্তর: নির্বাণ।

১৪. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা কতজন এবং শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা কতজন?

উত্তর: বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা: ৪৫৫ জন, শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা: ৫৬০ জন।

১৫. প্রথম বাংলাদেশি হিসেবে বক্সিংয়ে আন্তর্জাতিক অঙ্গনে (ম্যান্ডেলা কাপ) স্বর্ণপদক জিতেছেন কে?

উত্তর: জিন্নাত ফেরদৌস।

১৬. আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন কে?

উত্তর: ক্রিস্টিনা লাগাদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!