PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৬ এপ্রিল ২০২৪




# জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়? 
উত্তর: ৬ এপ্রিল।

# জাতীয় ক্রীড়া দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য কী? উত্তর: 'ক্রীড়াঙ্গনে উন্নয়ন, শেখ হাসিনার দর্শন'।

# কলকাতা হাইকোর্টের ১ম মুসলিম বিচারপতির নাম কী? 
উত্তর: সৈয়দ আমীর আলী। (জন্ম: ৬ এপ্রিল, ১৮৪৯)

# বিশ্বব্যাংকে ১ম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে?
উত্তর: শরিফা খান।

# বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কী?
উত্তর: ট্যাল্লো।

# বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮৬ টি।

# বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৪ এর প্রতিপাদ্য কী?
উত্তর: My Health, My Right. (আমার স্বাস্থ্য, আমার অধিকার)

# ভারতের শীর্ষ নারী ধনীর নাম কী?
উত্তর: সাবিত্রি জিন্দাল।

# দেশের প্রথম স্মার্ট কৃষক হতে চলেছেন কোন উপজেলার কৃষকেরা?
উত্তর: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার।

# বর্তমানে বাংলাদেশে পরিবেশবান্ধব স্বীকৃতিপ্রাপ্ত কারখানার সংখ্যা কত?
উত্তর: ২১৪। (৮০টি প্লাটিনাম ও ১২০টি গোল্ড স্ট্যান্ডার্ডের)

# ২০২২ সালে রপ্তানি খাতে অবদানের জন্য কতজনকে CIP হিসেবে নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়?
উত্তর: ১৮৪ জন।

# সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি?
উত্তর: ৫টি।

#  আগামী বাজেটে ADB বাংলাদেশকে কী পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন?
উত্তর: ৪০ কোটি ডলার।

# ২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বুরকিনা ফাসো। (বাংলাদেশের অবস্থান-৩২তম)

# বিশ্বের ১ম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কী?
উত্তর: Devin.

# স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তর: ৪ এপ্রিল, ১৯৭২।

# চলতি অর্থবছরের মার্চ মাসের রপ্তানি আয়ের পরিমাণ কত?
উত্তর: ৫১০ কোটি ২৫ লাখ ডলার। (প্রবৃদ্ধি ১০ শতাংশ)

# বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় বিশ্বের কতটি দেশে?
উত্তর: ১৫৭টি দেশে।

# ১ম বাংলাদেশি হিসেবে Forbes-এর বিলিয়নেয়ারদের তালিকায় স্থান পেয়েছেন কে?
উত্তর: সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

# NATO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৪ এপ্রিল, ১৯৪৯। (বর্তমান সদস্য: ৩২টি, সর্বশেষ: সুইডেন)

# বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার এর নাম কী?
উত্তর: আইসউল্ট। (ফ্রান্স)

# সম্প্রতি কোন দেশ জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছে?
উত্তর: পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানা।

# কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: জুডিথ সুমিনওয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!