PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৫ এপ্রিল ২০২৪



# শ্রুতিকটু ও নেতিবাচক কতটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে? 
উত্তর: ২৪৭টি।

# ফোর্বস ম্যাগাজিনের জরিপে, ২০২৪ সালে বিশ্বে শতকোটিপতির মালিক কতজন?
উত্তর: ২,৭৮১ জন।

# প্রথম বাংলাদেশি হিসেবে বিলিয়নেয়ারদের তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি?
উত্তর: মুহাম্মদ আজিজ খান (চেয়ারম্যান সামিট গ্রুপ)।

# বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার এর নাম কী?
উত্তর: আইসউল্ট (ফ্রান্স)।

# সম্প্রতি কোন দেশ জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছেন?
উত্তর: বতসোয়ানা।

# ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৪ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড।

# সেনেগালের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: বাসিরু দিওমায়ে ফায়ে।

# সম্প্রতি তাইওয়ানে কত মাত্রায় ভূমিকম্প আঘাত হানে?
উত্তর: ৭.৪ মাত্রার।

# বিশ্বের সবচেয়ে ধনী নারীর নাম কী?
উত্তর: বেনেনকোর্ট মেয়ার্স।

# প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হয়েছেন কে? 
উত্তর: শরিফা খান।

# চলতি অর্থবছরে বাংলাদেশ সরকারের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা কত কোটি টাকা?
উত্তর: ৬ হাজার ২০০ কোটি টাকা।

# বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশের অর্থনীতিতে কত ধরনের চ্যালেঞ্জ আছে?
উত্তর: চার ধরনের।

# বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কত হতে পারে?
উত্তর: ৫.৬ শতাংশ।

# সম্প্রতি কোন দেশের পরমাণুবিজ্ঞানীরা ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করেছেন?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

# সিরিয়া অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েল হামলা চালায় কবে?
উত্তর: ১ এপ্রিল ২০২৪।

# বাংলাদেশে ২য় পারমাণবিক বিদ্যুৎকোন্দ্র কোথায় নির্মান করা হবে?
উত্তর: রুপপুর, পাবনা।

# মিসরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: আবদেল ফাত্তাহ আল সিসি (৩য় মেয়াদে)।

# বিশ্বের সর্ববৃহৎ টানেল নির্মান করছে কোন দেশ? 
উত্তর: ভারত (সেলা টানেল)।

# মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী হলেন- 
উত্তর: জুডিথ সুমিনওয়া।

# বিএসইটি-এর তথ্যমতে, ২০২৩ সালে কতটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান হয়েছে?
উত্তর: ১৩৭টি দেশে।

# ২০২৩ সালে বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার কত ছিল?
উত্তর: ২৫ শতাংশ।

# বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কী?
উত্তর: ট্যাল্লো।

# ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন শেনজেনভুক্ত দেশের সংখ্যা কতটি?
উত্তর: ৪টি (সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টাইন)।

# ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্য নিয়ে চীনের সাথে দ্বন্দ্ব রয়েছে?
উত্তর: অরুণাচল।

# মেট্রোরেলের টিকেটের উপর ভ্যাট মওকুফ থাকবে কত তারিখ পর্যন্ত?
উত্তর: ৩০ জুন পর্যন্ত।

# বর্তমানে সারাদেশে কতজন নারীকে বিধবা ভাতা প্রদান করা হয়?
 উত্তর: ২৫ লাখ ৭৫ হাজার নারীকে।


# সম্প্রতি সমুদ্র ও আকাশপথে শেনজেনভুক্ত হয়েছে কোন দেশ?
উত্তর: রোমানিয়া ও বুলগেরিয়া।

# ১৯তম জি-২০ শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৮-১৯ নভেম্বর, ২০২৪।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!