PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৩ এপ্রিল ২০২৪



# বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানির নাম কী?
উত্তর: ট্যাল্লো।

# মেট্রোরেলের টিকেটের উপর ভ্যাট মওকুফ থাকবে কত তারিখ পর্যন্ত?
উত্তর: 30 জুন।

# জলবায়ু জনিত ঝুঁনিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: সাত তম।

# বিএসইটি-এর তথ্যমতে, 2023 সালে কতটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান হয়েছে?
উত্তর: 137 টি দেশে।

# বতর্মানে সারাদেশে কতজন নারীকে বিধবা ভাতা প্রদান করা হয়?
উত্তর: 25 লাখ 75 হাজার নারীকে।

# সরকার সম্প্রতি ওডিওপি-এর পরিবর্তে নতুন কোন কর্মসূচির ঘোষণা দিয়েছে?
উত্তর: একটি গ্রাম একটি পণ্য (ওডিওপি)।

# সম্প্রতি জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'ফেডারেল ক্রস অব মেরিট' পেয়েছেন কোন বাংলাদেশী?
উত্তর: ড. গোলাম আবু জাকারিয়া।

# সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ ব্যবসার জন্য বিদেশীদের 'গোলেন্ড লাইসেন্স' প্রদানের ঘোষণা দিয়েছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# স্কুল শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বিকাশ।

# জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: 13তম।

# বর্তমানে দেশে ডিজিটাল ব্যাংক কতটি?
উত্তর: আটটি।

# সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) -এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্রের হার কত?
উত্তর: 20.7 শতাংশ।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কবে পাশ হয়?
উত্তর: 25 মার্চ, 20241

# 2023 সালে প্রতি হাজারে কতজন মানুষ শহর ছেড়ে গ্রামে গিয়েছে?
উত্তর: 14 জন (তথ্যসূত্র: বিবিএসের সর্বশেষ প্রতিবেদন)।

# প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে দেশের কত শতাংশ জনগোষ্ঠী?
উত্তর: 41 শতাংশ (তথ্যসূত্র: বিবিএসের সর্বশেষ প্রতিবেদন)

# সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) -এর গবেষণা অনুযায়ী বর্তমানে দেশের কোন বিভাগে দারিদ্রের হার সবচেয়ে বেশি?
উত্তর: বরিশাল (32.5 শতাংশ)।

# বাংলদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ?
উত্তর: চীন (আমদানির 26%)।


# লিবিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: ত্রিপোলি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!