PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০২ এপ্রিল ২০২৪



# বিএসইটি-এর তথ্যমতে, ২০২৩ সালে কতটি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান হয়েছে?

উত্তর: ১৩৭টি দেশে।

# ২০২৩ সালে কতজন বাংলাদেশি কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে?
উত্তর: ১৩ লক্ষ। [সূত্র: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএসইটি)]

# "কেরানীগঞ্জে গণহত্যা দিবস" পালিত হয় কবে?
উত্তর: ২রা এপ্রিল।

# বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়?
উত্তর: ২রা এপ্রিল।

# ২০২৩ সালে বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার কত ছিল?
উত্তর: ২৫ শতাংশ।

# বর্তমানে সারাদেশে কতজন নারীকে বিধবা ভাতা প্রদান করা হয়?
উত্তর: ২৫ লাখ ৭৫ হাজার নারীকে।

# লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: আবদুল হামিদ আল-দেবেইবাহর।

# ১৯তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৮-১৯ নভেম্বর, ২০২৪।

# সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'র মোড়ক উন্মোচন করা হয়েছে?
উত্তর: ভুটানের জংখা ভাষায়।

# ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত দাঁড়িয়েছে?
উত্তর: ৬২.১ শতাংশ। (সূত্র: বিবিএস)

# একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান। (মৃত্যু: ০১ এপ্রিল, ১৯৮৩)

# অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ১ম নির্বাচিত মেয়রের নাম কী?
উত্তর: মোহাম্মদ হানিফ।

# শরীর বিদ্যার জনক বলা হয় কাকে?
উত্তর: উইলিয়াম হার্ভে। (জন্ম: ০১ এপ্রিল, ১৫৭৮)

# জলবায়ু সংকটের কারনে স্থানচ্যুত হওয়া মানুষের কত শতাংশ নারী?
উত্তর: ৮০ শতাংশ। (সূত্র: জাতিসংঘ)

# 'গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-২০২৩' অনুসারে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৫তম। (১৩২টি দেশের মধ্যে)

# বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা আইন জারি করেছে কোন আন্তর্জাতিক সংস্থা?
 উত্তর: ইউরোপিয়ান ইউনিয়ন।

# ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল করে কবে?
উত্তর: ৩০ মার্চ, ২০২৪।

# 'একাত্তরের গণহত্যা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (ভাস্কর- রাসা)।

#জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩তম।

# শিপ রেকিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: ৩য়।

# পৃথিবীর মোট জাহাজের কত শতাংশ জাহাজ ভাঙা বাংলাদেশে সম্পদিত হয়? 
উত্তর: ২৪.৮ শতাংশ।

# ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির প্রথম ধারণা দেন কে?
উত্তর: গুল্টার পাওলি (বেলজিয়ামের অর্থনীতিবিদ)।

# সার্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে?
উত্তর: আইজ্যাক নিউটন (মৃত্যু: ৩১ মার্চ, ১৭২৭)

# Master of Metaphysical Conceit বলা হয় কোন কবি কে?
উত্তর: John Donne (মৃত্যু: ৩১ মার্চ, ১৬৩১)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!