PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৫ এপ্রিল ২০২৪



# বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন?
উত্তর: ৮ জন।

# আইএমএফ এর তথ্যমতে, আগামী ২০২৮ সালে বাংলাদেশের অর্থনীতির কত হবে?
উত্তর: ১৯তম।

# বাংলাদেশের জিডিপিতে প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের অবদান কত শতাংশ?
উত্তর: ৬ শতাংশ।

# আইসিসি টি-২০ বিশ্বকাপ-২০২৪ এর ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে?
উত্তর: উসাইন বোল্ড।

# উসাইন বোল্ড কত বার অলিম্পিকের স্বর্ণপদক জয়লাভ করেন?
উত্তর: ৮ বার।

# আপিল বিভাগের বিচারপতিদের শপথবাক্য পাঠ করান কে?
উত্তর: প্রধান বিচারপতি।

# ইউএনএসকাপ এর ৮০তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ব্যাংকক, থাইল্যান্ড।

# বিশ্বের মোট চিংড়ীর কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়?
উত্তর: ২.৫ ভাগ।

# থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? 
উত্তর: স্রেথা থাভিসিন।

# বাংলাদেশের সাথে কাতারের কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? 
উত্তর: ১০টি।

# ২০২৩ সালে আবহাওয়া ঝুঁকিতে বিশ্বের দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে এগিয়ে- 
উত্তর: এশিয়া অঞ্চল।

# ইসলামাবাদ ও তেহেরানের মধ্যে কতটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 
উত্তর: ৮টি।

# ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে-
 উত্তর: ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (IFC)।

# আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের ক্ষেত্রে কতটি বিষয়ে অগ্রাধিকার দেবে?
উত্তর: চারটি বিষয়ে।

# ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন কোন বাংলাদেশি? 
উত্তর: রেজওয়ান চৌধুরি বন্যা।

# বর্তমান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের নাম কী?
উত্তর: রাফায়েল গ্রোসি।

# 'কেএইচ-৫৯' ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
 উত্তর: রাশিয়া।

# সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো-
 উত্তর: জ্যামাইকা (১৪২তম দেশ)।

# বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে ১০০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে কতজন?
উত্তর: ৩৯ জন।

# বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত শতাংশ?
উত্তর: ৫২ শতাংশ।

# সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ দেশের কতজনকে এই পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন?
উত্তর: ১০ কোটি?

# কত সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসনের জন্য গুড গভর্ন্যান্স ধারণাটি ব্যবহার করেন?
উত্তর: ১৯৮৯ সালে।

# বাংলাদেশে ব্যবসায়ের জন্য ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে-
উত্তর: ১০ শতাংশের কম ব্যবসায়ী।

# SIPRI এর তথ্যমতে, প্রতিরক্ষা খাতে বছরে বিশ্বে ব্যয় হয়-
উত্তর: ২৪৪০ বিলিয়ন।

# বাংলাদেশে সফর করা কাতারের আমিরের নাম কী?
উত্তর: শেখ তামিম বিন হামাদ আল থানি।

# ইউরোপের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর: গ্রোনিংগেন (নেদারল্যান্ডস)।

# সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে?
উত্তর: ১৭ আগস্ট ২০২৩

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.