Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২২ এপ্রিল ২০২৪



# বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২২ এপ্রিল।

# কাতারের আমিরের সাথে বাংলাদেশের কতটি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হতে পারে?
উত্তর: ১১টি।

# আইডিবি-এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ইলান গোল্ডফাজন।

# প্যারাসিটামল ওষুধ সর্বপ্রথম উদ্ভাবন করা হয়-
উত্তর: ১৮৭০-এর দশকে।

# 'ফ্রিডম মুভমেন্ট' কোন দেশভিত্তিক সংগঠনের নাম?
উত্তর: ইরান।

# মানুষের রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তর: ০ গ্রুপকে। (AB গ্রুপ হলো সর্বজনীন গ্রহীতা) 

# ইসরায়েল কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালায়?
উত্তর: র‍্যামপেজ।

# আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জলবায়ুসহিষ্ণু পানি ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে?
উত্তর: ৭ কোটি ১০ লাখ ডলার।

# বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ৪ দশমিক ৮ কিলোমিটার।

# বঙ্গবন্ধু রেলসেতুর মোট নির্মাণ ব্যয় কত?
উত্তর: ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

# কত সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর হয়?
উত্তর: ১৯৯৭ সালে।

# কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহণের অর্থ শতভাগ ক্যাশলেস পদ্ধতিতে করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (NBR)?
উত্তর: ২০৪১ সাল।

# পানিপথের প্রথম যুদ্ধ কতসালে সংঘটিত হয়?
উত্তর: ১৫২৬ সালে।

# প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

# ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: নওগাঁর মান্দা উপজেলায়।

# মানচিত্রযুক্ত বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকারের নাম কী?
উত্তর: শিব নারায়ণ দাস। (মৃত্যু: ১৯ এপ্রিল, ২০২৪) 

# দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৩ কোটি। (সূত্র: বিটিআরসি)

# 'কারাগারের রোজনামচা' সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: আরবি। (অনুবাদক: ড. আব্দুস সালাম)

# বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কোন সেক্টরে যুদ্ধ করেছেন?
উত্তর: ১নং সেক্টরে।

# IMF-এর তথ্যমতে, মূল্যস্ফীতির চাপ কত সাল পর্যন্ত থাকতে পারে?
উত্তর: ২০২৫ সাল।

# ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: আর্যভট্ট।

# ইরানের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: ইব্রাহিম রাইসি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.