PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২১ এপ্রিল ২০২৪




# বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনায় এডিবি বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে?
উত্তর: ৭১ মিলিয়ন ডলার।

# বাংলাদেশে কতটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এয়ার কোয়ালিটি ইনডেক্স করা হয়?
উত্তর: ৫টি বৈশিষ্ট্য।

# সম্প্রতি আফ্রিকান কোন দেশের সামরিক বাহিনীর প্রধান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন?
উত্তর: কেনিয়া।

# জাতীয় রাজস্ব বোর্ড কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহণের অর্থ শতভাগ ক্যাশলেস করতে চায়?
উত্তর: ২০৪১ সাল।

# সম্প্রতি কোন জোট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে?
উত্তর: জি-সেভেন।

# যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে মোট কত ব্যয় হবে?
উত্তর: ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

# সম্প্রতি ভারত কোন দেশে সুপারসনিক ক্রুজ মিসাইল 'ব্রহ্মস' পাঠিয়েছে?
উত্তর: ফিলিপাইন।

# তুরস্ক ও ইরাকের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হতে যাচ্ছে- 
উত্তর: ডেভেলপমেন্ট রোড।


# বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? উত্তর: অধিক কার্বন নিঃসরণ।

# 'ইজভেন্ডিয়া' কোন দেশের সংবাদপত্র?
উত্তর: রাশিয়া।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে স্থায়ী সদস্যপদ দেওয়ায় ভেটো প্রদান করেছে-
 উত্তর: যুক্তরাষ্ট্র।

# আইএমএফ এর তথ্যমতে, বাংলাদেশে মূল্যস্ফীতির চাপ কত সাল পর্যন্ত থাকতে পারে?
উত্তর: ২০২৫ সাল।

# বিটিআরসি এর তথ্যমতে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৩ কোটি।

# বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: মিশা সওদাগর।

# প্রথম সর্বজনীন পেনশন মেলার আয়োজন করা হয়েছে কোন জেলায়?
উত্তর: রাজশাহী।

# 'কারাগারের রোজনামচা' সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: আরবি ভাষায় (অনুবাদক- ড. আব্দুস সালাম)।

# বিবিএস এর তথ্যমতে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর: ১৭ কোটি ১০ লাখ।

# বাংলাদেশের বর্তমান কর জিডিপির অনুপাত কত শতাংশ?
 উত্তর: ৭.৭ শতাংশ।

# দেশের কত শতাংশ মানুষের এমএফএস হিসাব রয়েছে? 
উত্তর: ৪৮ শতাংশ।

# বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তর: এপ্রিল মাস।

# স্কাইট্র্যাক্স এর তথ্যমতে, বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উত্তর: হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

# জাতিসংঘ ও সিডিপি'র মূল্যায়নে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের সামনে কতটি চ্যালেঞ্জ?
উত্তর: ৪টি চ্যালেঞ্জ।

# জৈবপ্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি হওয়া প্রথম বায়েলজিক ওষুধ এর নাম কী?
উত্তর: ইরাইথ্রোপোয়েটিন।

# মানচিত্রখচিত প্রথম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার এর নাম কী?
উত্তর: শিবনারায়ণ দাশ।

# তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ কোন দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি করবে?
উত্তর: কাতারের সাথে (প্রথম ভারত ও দ্বিতীয় থাইল্যান্ড)।

# বাংলাদেশ কত সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে?
উত্তর: ২০২৯ সাল।

# বাভার-৩৭৩ কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম?
উত্তর: ইরান।

# ২০২৩ সালে প্রবাসী আয় পাঠানোতে শীর্ষ দেশ কোনটি? উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# ২০২৩ সালে প্রবাসী আয় গ্রহণে শীর্ষ জেলা কোনটি? 
উত্তর: ঢাকা।

# বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী?
 উত্তর: ভারত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.