# সম্প্রতি কোন দেশ ব্যবসায়ের জন্য বিদেশিদের 'গোল্ডেন লাইসেন্স' প্রদানের ঘোষণা দিয়েছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
# 'গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-২০২৩' অনুসারে বাংলাদেশের উদ্ভাবনী সূচকে অবস্থান কততম?
উত্তর: ১০৫তম।
# সর্বশেষ কোন ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি অনূদিত হয়েছে?
উত্তর: জংখা (ভুটানি ভাষা)।
# বিবিএস তথ্যমতে, ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত?
উত্তর: ৬২.১ শতাংশ।
# জলবায়ু সংকটের কারণে স্থানচ্যুত হওয়া মানুষের কত শতাংশ নারী?
উত্তর: ৮০ শতাংশ।
# টাইগারপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
# ERR কোন দেশের স্বেচ্ছাসেবী সংস্থার নাম?
উত্তর: সুদান।
# বর্তমানে দেশের মোট জিআই পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ২১টি।
# এশীয় উন্নয়ন ব্যাংক () এর ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: ফাতিমা ইয়াসমিন।
# বৈরালি মাছ কোন নদীতে পাওয়া যায়?
উত্তর: তিস্তা নদীতে।
# পৃথিবীর মোট জাহাজের কত শতাংশ জাহাজ ভাঙা বাংলাদেশে হয়?
উত্তর: ২৪.৮ শতাংশ।
# বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার।
# সম্প্রতি কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনুমোদন করেছেন?
উত্তর: তুরস্ক।
# জিইএম এর তথ্যমতে, বৈশ্বিক উদ্যোক্তা র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে কোন দেশ?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
# জলবায়ু জনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৭ম।
# বাংলাদেশে বর্তমানে কতটি বিদেশি ব্যাংকের কার্যক্রম চালু আছে?
উত্তর: ৯টি ব্যাংকের।
# সম্প্রতি কোন দেশ থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করেছে?
উত্তর: নেপাল।
# জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৩তম।
# সম্প্রতি 'নাইট উপাধি' পেয়েছেন কে?
উত্তর: ক্রিস্টোফার নোলান।
# ২০২৩ সালে দেশে ১৮ বছরের কম বয়সী নারীদের বিয়ের হার কত ছিল?
উত্তর: ৪১.৬ শতাংশ।
# যুক্তরাজ্যের রাজার দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি কোনটি?
উত্তর: নাইট ও ডেম।
# বাংলাদেশের মুদ্রা ব্যবস্থার প্রাচীনতম নিদর্শনের নাম কী?
উত্তর: মহাস্থানগরের শিলালিপি।
# বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় আবিষ্কারকৃত গ্যাস ক্ষেত্র কতটি?
উত্তর: তিনটি (শাহবাজপুর, ভোলা নর্থ-১ ও ইলিশা)।
# অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
# উত্তমাশা অন্তরীপ কোন দেশের দক্ষিণে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
# বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তর: প্রায় ১৩ কোটি।
# বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী?
উত্তর: নাফ নদী।
# বাংলাদেশের প্রথম নারী ভাস্কারের নাম কী?
উত্তর: নভোরা আহমেদ।