PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৬ এপ্রিল ২০২৪



# ২০২৪ সালের ওআইসি শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 
উত্তর: গাম্বিয়ায়।

# এডিবি এর তথ্যমতে, আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে?
উত্তর: ৬.৬ শতাংশ।

# সম্প্রতি কোন দেশ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেন?
উত্তর: যুক্তরাজ্য।

# গ্লোবার ফায়ার পাওয়ারের তথ্যমতে, সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের অবস্থান- 
উত্তর: ১৭তম।

# গ্লোবার ফায়ার পাওয়ারের তথ্যমতে, সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের অবস্থান-
উত্তর: ১৪তম।

# ইয়াং গ্লোবাল লিডার ২০২৪ সালের ক্লাসে যুক্ত হলেন-
উত্তর: আজিজা খান।

# বিবিএস জিডিপি প্রবৃদ্ধি হিসাবে ভিত্তি বছর ধরে-
উত্তর: ২০১৫-১৬ অর্থবছরকে।

# মার্চ মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে-
উত্তর: ৯.৮১ শতাংশ।

# ২০২৪ সালে এলডিসি থেকে বের হবে কোন দেশ?
উত্তর: সাও তোমে প্রিন্সিপে।

# পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
উত্তর: হরমুজ প্রণালী।

# বাংলাদেশের জাহাজ 'এমভি আব্দুল্লাহ' উদ্ধারে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে?
উত্তর: ৫০ লাখ ডলার।

# এডিবির তথ্যমতে, বর্তমানে এশিয়ার কোন দেশে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি?
উত্তর: পাকিস্তান।

# ২০২৪ সালে বিশ্ববাণিজ্যে লেনদেনের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পাবে?
উত্তর: ২.৬ শতাংশ।

# ইলন মাক্সের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের নাম কী?
উত্তর: গ্রক।

# সম্প্রতি ইন্দোনেশিয়ার কোন দ্বীপে ভূমিধসের ঘটনা ঘটে?
উত্তর: সুলাওয়েসি দ্বীপে।

# পান্টল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল?
উত্তর: সোমালিয়া।

# বাংলাদেশের প্রথম নারী বক্সারের নাম কী?
উত্তর: তামান্না।

# ইসরায়েলি ভূখণ্ডে কবে ইরান হামলা শুরু করে?
উত্তর: ১৩ এপ্রিল ২০২৪।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!