ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

Daily আপডেট GK ২৬ এপ্রিল ২০২৪



# বাংলাদেশের প্রতি ১০০ জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করেন? 
উত্তর: ৩৯ জন। (সূত্র: 'ডিজিটাল অগ্রগতি ও প্রবণতা প্রতিবেদন ২০২৩' বিশ্বব্যাংক)

# বিশ্বের মোট চিংড়ির কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়?
উত্তর: ২.৫ ভাগ।

# দেশের জিডিপিতে প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের অবদান কত?
উত্তর: ৬ শতাংশের বেশি।

# 'অফশোর ব্যাংকিং আইন, ২০২৪' বিল সংসদে পাশ হয় কবে?
উত্তর: ৫ মার্চ, ২০২৪।

# বিশ্বে রেমিট্যান্স উপার্জনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত।

# বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৫ এপ্রিল।

# ২০২৪ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়েছেন কে?
উত্তর: উসাইন বোল্ড (৮ বার অলিম্পিকের স্বর্ণপদকজয়ী)।

# থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: স্রেথা থাভিসিন।

# বাংলাদেশ-কাতারের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে?
উত্তর: ১০টি।

# অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: অ্যান্থনি আলবানিজ।

# জলবায়ু ও আবহাওয়া ঝুকির কারণে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দুর্যোগকবলিত অঞ্চল ছিলো কোনটি?
উত্তর: এশিয়া।

# সম্প্রতি ইসলামাবাদ-তেহরানের মধ্যে কতটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে?
উত্তর: আটটি।

# আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAO) এর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর: রাফায়েল গ্রোসি।

# "কেএইচ-৫৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র” কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া।

# ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর।

# তুরস্ক ও ইরাকের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হতে যাচ্ছে কোনটি-
উত্তর: ডেভেলপমেন্ট রোড।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "Daily আপডেট GK ২৬ এপ্রিল ২০২৪ "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All