PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Topic Based GK - রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র



রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র


★ ১ নভেম্বর, ২০২৩ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

☆ প্রকল্পের নাম- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।

★ অবস্থান- রামপাল, বাগেরহাট (পশুর নদী)।

☆ উৎপাদনক্ষমতা- ১৩২০ (২ * ৬৬০) মেগাওয়াট।

☆ অর্থায়ন- বাংলাদেশ ও ভারত।

আখাউড়া-আগরতলা রেলপথ


🖊️ধরন- ডুয়েলগেজ (বাংলাদেশের অংশ), ব্রডগেজ (ভারতের অংশ)

🖊️ দৈর্ঘ্য - ১২.৪ কি.মি.।

🖊️অর্থায়ন - বাংলাদেশ ও ভারত।

🖊️রুট - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ভারতের আগরতলার নিশ্চিতপুর রেলস্টেশন পর্যন্ত।

বঙ্গবন্ধু মানমন্দির


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদরিয়া গ্রাম ভৌগোলিকভাবে একটি বিশেষ স্থান। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদ্যাপন সংক্রান্ত সভায় প্রফেসর ডক্টর মুহম্মদ জাফর ইকবাল এই স্থানে বঙ্গবন্ধুর নামে একটি মানমন্দির প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন। এর নির্মাণকাজ অচিরেই শুরু হবে। এই মানমন্দিরটি ECNEC অনুমোদন করে ১ জুন, ২০২১ সালে। এটি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARSO) এর সহায়তায় তৈরি হবে। এর অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর বঙ্গরহমান মহাকাশ অবলোকন কেন্দ্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!