Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ০৮ মার্চ ২০২৪


# 'আন্তর্জাতিক নারী দিবস' কত তারিখে পালিত হয়?


উত্তর: ৮ মার্চ (এবারের প্রতিপাদ্য: নারীর সম-অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ)।


# ইউরোপের কোন দেশে নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?


উত্তর: ফিনল্যান্ড (১৯০৭ সালে)।


# 'আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)' প্রতিষ্ঠিত হয় কত সালে?


উত্তর: ১৯৪৬ সালে (দ্য হেগ, নেদারল্যান্ডস)।


# রাশিয়া ইউক্রেনে কবে সামরিক অভিযান শুরু করে?

 উত্তর: ২৪ ফেব্রুয়ারি, ২০২২।


# উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?


উত্তর: ১৯৮৩ সালে।


# ফেব্রুয়ারি মাসে দেশের মুদ্রাস্ফীতির হার কত ছিল?


উত্তর: ৯.৬৭ শতাংশ।


# বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু করা হয় কবে?


উত্তর: ৫ সেপ্টেম্বর, ১৯৯৫।


# দেশের প্রথম নারী ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন কে? ACH


উত্তর: কাজী শাহানা পারভীন।


# কত সাল থেকে 'ব্যালন ডি'অর' পুরস্কার প্রদান করা হয়?


উত্তর: ১৯৫৬ সালে।


# বিশ্বখ্যাত টাইম সাময়িকী 'উইমেন অব দ্যয় ইয়ার-২০২৪' বা বর্ষসেরা নারীর তালিকায় স্থান পেয়েছেন কয়জন?


উত্তর: ১২ জন।


# নাসা থেকে স্নাতক ডিগ্রিধারী প্রথম আরব নারী কে?


উত্তর: নোরা আলমাতরুশি (সংযুক্ত আরব আমিরাত)।


# সামরিক জোট ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? 

উত্তর: ৩২ টি (সর্বশেষ: সুইডেন)।


# বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেয় কবে?


উত্তর: ৩০ অক্টোবর, ২০১৭।


# ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ব্যাপ্তিকাল ছিল? IE


উত্তর: ১৮ মিনিট।



# বিশ্বব্যাংকের 'নারী, ব্যবসা ও আইন-২০২৪' প্রতিবেদনের তথ্যমতে, কর্মক্ষেত্রে নারীর অধিকারে শীর্ষে রয়েছে কোন দেশ?


উত্তর: বেলজিয়াম।


# মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা-বিরোধ নিষ্পত্তি হয়েছে কত সালে?


উত্তর: ২০১২ সালে (ভারতের সাথে- ২০১৪ সালে)।


# কবে বাংলাদেশ ব্যাংক সোয়াপ পদ্ধতি চালু করে?


উত্তর: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।


# বহুজাতিক কোম্পানি 'শেভরন' কোন দেশভিত্তিক?


উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।



# 'জাতীয় পাট দিবস' কত তারিখে পালিত হয়?


উত্তর: ৬ মার্চ (এবারের প্রতিপাদ্য: বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ)।


# দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয় কত সালে?


উত্তর: ২০১২ সালে।


# দেশে বর্তমানে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি? উত্তর: ১১১ টি।


# ২০৩৫ সালের মধ্যে কোন দুটি দেশ চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে?


উত্তর: চীন ও রাশিয়া।


# জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা কত সালে প্রথম তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে?


উত্তর: ১৯৭৪ সালে।


# ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে শততম টেস্ট খেলেন কে?


উত্তর: কলিন কাইড্রে (ইংল্যান্ড)।


# 'স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)' এর তথ্যমতে, স্ট্রোকে মৃত্যুহার সবচেয়ে বেশি কোন বিভাগে?


উত্তর: খুলনা (প্রতি হাজার জনসংখ্যায় ০.১৭) ।


#কত তারিখের মধ্যে ভারতীয় সেনা বা বেসামরিক মানুষকে মালদ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে?


উত্তর: ১০ মে, ২০২৪।


# ইউটিউব থেকে ভিডিও সরিয়ে নেওয়ার শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?


উত্তর: নবম (প্রথম: ভারত)।


# ২০২৩ সালে জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (জিডব্লিউআর) বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ হিসাবে কাকে স্বীকৃতি দেয়া হয়েছে? AREE


উত্তর: মারিয়া ব্রানিয়াস মোরেরা (স্পেন)।


# সিটি ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্রঋণ দেওয়া শুরু করে কত সালে?


উত্তর: ২০২১ সালে।


# ২০২৪ সালে বাংলাদেশের কে 'আন্তর্জাতিক সাহসী নারী' পুরস্কারে ভূষিত হয়েছেন?


উত্তর: ফাওজিয়া করিম।


# ২০২৩ সালের ১৭তম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতায় বাংলাদেশের কোন নভেল ব্রোঞ্জপদক পেয়েছে?


উত্তর: ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু।


# বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি কে?


উত্তর: জেফ বেজোস (দ্বিতীয়- ইলন মাস্ক)।


# বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?


উত্তর: ৪১ কি.মি. (প্রবাহমান- ২৫ কিলোমিটার)।


# ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির কত ধারায় মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে?


উত্তর: ৩৩ এর খ।


# মিয়ানমার প্রথম কত সালে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতির বিষয়টি অস্বীকার করে?


উত্তর: ১৯৬২ সালে (নাগরিকত্ব হারায়- ১৯৮২ সালে)।






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!