PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৪ মার্চ ২০২৪


# বাংলাদেশ থেকে তুলাবিহীণ বা নন-কটন পোশাক রপ্তানির হার কত?

 উত্তর: ৩০ শতাংশ।


# ২০২৩-২৪ অর্থবছরে কত সংখ্যক বয়স্ক ভাতার সংখ্যা বাড়ানো হয়েছে?

 উত্তর: ১ লাখ।


# সম্প্রতি ভারত কোন দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে?

উত্তর: লাক্ষাদ্বীপে।


# বন বিভাগের শুমারি ২০২৩ অনুযায়ী, সুন্দরবনে 'মায়াহরিণের' সংখ্যা কতটি?

উত্তর: ৬৮৭টি।


# সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।


# স্বাধীন বাংলাদেশে প্রথম ১ ও ১০০ টাকার নোট চালু হয় কবে?


উত্তর: ৪ মার্চ, ১৯৭২।


# সবচেয়ে বেশি তুলাবিহীন পোশাক রপ্তানিকারী দেশ কোনটি? উত্তর: চীন (৬৬ শতাংশ)।


# পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 

উত্তর: শাহবাজ শরিফ।


# বাংলাদেশে জি আই আইন পাস হয়েছে কত সালে?

 উত্তর: ২০১৩ সালে।


# 'তেঁতুলিয়া নদী' কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: ভোলা।


# কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন কতজন পুলিশ সদস্য- 

উত্তর: ৪৮৮ জন পুলিশ সদস্য।


# প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে ব্যাংকাসুরেন্স সেবাটি চালুর অনুমোদন পায় কোন ব্যাংক?

উত্তর: সিটি ব্যাংক।


# নবনিযুক্ত বাংলাদেশ ব্যাংকের দুই জন ডেপুটি গভর্ণর হলেন-

উত্তর: মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম।


# বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সৃষ্টিকে বলে-

উত্তর: অফশোর ব্যাংকিং ব্যবস্থা।


# স্বাধীন ভারতের প্রথম নাগরিক হিসেবে প্রথম সম্মানিত নাইটহুড খেতাব পেলেন কে?

উত্তর: সুনীল ভারতী মিত্তল।


# IRS এর তথ্যমতে, বছরে কী পরিমাণ কর ফাঁকি দেন মার্কিন ধনীরা?

উত্তর: ১৫ হাজার কোটি ডলার।


# লিপ ইয়ার ধারণার প্রবর্তন করেন কে?

উত্তর: রোমান শাসক জুলিয়াস সিজার।


# টানা কত বছর ধরে জাপানে শিশু জন্মহার কমছে? 

উত্তর: ৮ বছর ধরে।


# 'ইয়োনহাপ' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম? 

উত্তর: উত্তর কোরিয়া।


# বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত মেগাওয়াট? 

উত্তর: ২৬,৫০৪ মেগাওয়াট।


#ব্যাংকের এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংক সর্বনিম্ন কত বছর বয়সের সময়সীমা নির্ধারণ করেছেন? উত্তর: ৪৫ বছর।


# ২০২২-২৩ অর্থবছরে কত শতাংশ তেল ব্যবহার করে বিদ্যুৎ করা হয়েছে?

উত্তর: ২৩ শতাংশ।


# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

উত্তর: বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।


# বিশ্ব বাণিজ্য সংস্থার এয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।


# বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ নির্বাচিত হয়েছেন-

 উত্তর: ডেভিড হ্যাম্প ও আন্দ্রে অ্যাডামস।


# ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপির কত শতাংশ বাস্তবায়িত হয়েছে?

উত্তর: ২৭ শতাংশ।


# কোন দেশ রাশিয়ার জন্য ৬৭০০ কনটেইনার গোলা পাঠিয়েছে? উত্তর: উত্তর কোরিয়া।


# আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শেঞ্চুরি করেন কোন প্লেয়ার?

উত্তর: Jan Nicol Loftie-Eaton (Namibia's).


# রাশিয়া কত মাসের জন্য পেট্রোল রফতানি নিষিদ্ধ করেছে? 

উত্তর: ৬ মাস।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.