PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৩ মার্চ ২০২৪



# ফুটবল খেলার আইন ও বিধি প্রণয়ন করে কোন সংস্থা?


উত্তর: ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএ- ফএবি)।


# 'মায়াবতী' কোন দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল?

উত্তর: মিয়ানমার।


# গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কী?

উত্তর: নুক।


# সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করতে যাচ্ছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বিওয়াইভি (চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান)।


# বাংলাদেশে জাতীয় পতাকা দিবস পালিত হয় কত তারিখে? 

উত্তর: ২ মার্চ। 


#'১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ' বইটি কে লিখেছেন?

উত্তর: শ্রীনাথ রাঘবন, ভারত।


# বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পক্ষে সোচ্চার হওয়ার জন্য কাকে ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল?

উত্তর: দিমিত্রি মুরাতভ, রাশিয়া।


# প্রতিবছর 'বিশ্ব বণ্যপ্রাণী দিবস' পালিত হয় কত তারিখে?

উত্তর: ৩ মার্চ।


# বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট' প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৬১ সালে।


# যমুনা নদীর দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী কোনটি?

উত্তর: করতোয়া।


# ১৯৯৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতরোগের কী নামকরণ করে?

উত্তর: জুভেনাইল ইভিওপেথিক আর্থ্রাইটিস। 


# বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রেজিমেন্টের নাম কী?

উত্তর: Bangladesh Infantry Regiment (BIR) [সর্ববৃহৎ: East Bengal Regiment]।


# 'জাতীয় বিমা দিবস' পালিত হয় কত তারিখে? উত্তর: ১ মার্চ।


# 'দ্য ওয়ার' কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম? উত্তর: ভারত (নয়াদিল্লি)।


# বর্তমানে দেশে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত জন?

উত্তর: ৪৪ জন (প্রধানমন্ত্রী, পূর্ণ মন্ত্রী- ২৫ জন ও প্রতিমন্ত্রী- ১৮ জন)।


# ভারত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কত সালে রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা 'যোজনা' চালু করে?

উত্তর: ২০০৭ সালে।


# কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সাহায্য করে?

উত্তর: ভিটামিন কে।


# বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণকারী নাফ নদের দৈর্ঘ্য কত কিলোমিটার? 

উত্তর: ৫৬ কিলোমিটার।


# 'জাতীয় ভোটার দিবস' কত তারিখে পালিত হয়?

উত্তর: ২ মার্চ।


# 'র‍্যাডক্লিফ লাইন' কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী রেখা?

উত্তর: ভারত-পাকিস্তান।


# দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কত সালে 'অর্থনৈতিক অঞ্চল আইন' প্রণীত হয়?

উত্তর: ২০১০ সালে।


# 'এফ-১৬' কোন দেশের তৈরি যুদ্ধবিমান?


উত্তর: যুক্তরাষ্ট্র।


# জাতিসংঘের মানাবিধকার বিষয়ক বর্তমান হাইকমিশনার কে? 

উত্তর: ভলকার তুর্ক (অস্ট্রিয়া)।


# বিপিএল-২০২৪ এর চ্যাম্পিয়ন দল কোনটি?

উত্তর: ফরচুন বরিশাল (রানার আপ- কুমিল্লা ভিক্টোরিয়ানস)।


# 'যাদুকাটা নদী' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর: সুনামগঞ্জ।


# 'বাংলাদেশে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন' প্রণয়ন ও জারি করা হয় কত সালে?


উত্তর: ২০০২ সালে।


# বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অফশোর ব্যাংকিং এর লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকগুলোর অফশোর ইউনিটের আমানত বা দায়ের উপর কেন্দ্রীয় ব্যাংকে কত শতাংশ নগদ অর্থ জমা (সিআরআর) রাখতে হবে?

উত্তর: ০ শতাংশ (বানিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে: ৪ শতাংশ)।


# বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে 'জামদানি' এর নিবন্ধন পায় কবে?

উত্তর: ১৭ নভেম্বর, ২০১৬ সালে।


# 'মহানন্দা' কোন নদীর উপনদী?

উত্তর: পদ্মা।


# বর্তমানে দেশের প্রত্যেক নাগরিক এক বছরে বিদেশে গিয়ে সর্বোচ্চ কী পরিমাণ খরচ করতে পারেন?


উত্তর: ১২,০০০ মার্কিন ডলার।


# ভূপৃষ্ঠের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে কী বলে?

উত্তর: নিয়ত বায়ু।


#  বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মার্চ মাসে বানিজ্যিক ব্যাংকগুলো স্মার্ট হারের সাথে কত শতাংশ বাড়তি সুদ যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করবে?


উত্তর: ৩.৫০ শতাংশ (পূর্বে ছিল: ৩.৭৫ শতাংশ)।


# 'লাহোর প্রস্তাব' গৃহীত হয় কবে?


উত্তর: ২৩ মার্চ, ১৯৪০ সালে।


# পাকিস্তানে জাতীয় পরিষদে সংরক্ষিত আসন সংখ্যা কতটি?


উত্তর: ৭০ টি (নারী: ৬০ টি, সংখ্যালঘু: ১০ টি)।


# 'ওয়াফা' কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?


উত্তর: ফিলিস্তিন।


# কোন পাখি একবারও মাটিতে না নেমে টানা ১০ মাস শূন্যে ভেসে থাকতে পারে?


উত্তর: কমন সুইফট।





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.