# বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?
উত্তর: অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। (১২তম)
# সম্প্রতি পাটের পলিথিন প্রকল্পে কত টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান?
উত্তর: ১০০ কোটি টাকা।
# সম্প্রতি একনেক সভার অনুমোদিত ১০টি প্রকল্প বাস্তবায়নে মোট কত ব্যয় ধরা হয়েছে?
উত্তর: ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা।
# বাংলাদেশের ১ম নারী ভাস্করের নাম কী?
উত্তর: নভেরা আহমেদ। (তিনি ১৯৩৯ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন)
# কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১৯৯৭ সালে। (এই বনকে কেন্দ্র করে তাদের ওয়ার্কিং প্লান তৈরি হয় ১৯৮২ সালে)
# দেশের কোন জেলায় 'ভুটানিজ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল' বাস্তবায়িত হবে?
উত্তর: কুড়িগ্রামে।
#কত সাল নাগাদ চীনের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ?
উত্তর: ২০২৬ সাল।
# পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত। (মৃত্যু: ২৯ মার্চ, ১৯৭১)
# ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে নতুনভাবে কোথায় স্থানান্তর করা হচ্ছে? উত্তর: বোর্নিও দ্বীপে।
# চলতি অর্থবছরে BRRI-এর মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৪ কোটি ১২ লাখ টন।
# বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে কত সালে জলবায়ু তহবিল গঠন করে?
উত্তর: ২০০৯ সালে।
# বাংলাদেশে ১ম ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক?
উত্তর: স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
# কত সালে বাংলাদেশে প্রথম ATM যন্ত্র স্থাপিত হয়?
উত্তর: ১৯৯২ সালে।
# বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের মধ্যে দেশের সব ধরনের লেনদেন কত শতাংশ ক্যাশলেস/ডিজিটাল মাধ্যমে আনার লক্ষ্য ঠিক করেছে?
# উত্তর: ৩০ শতাংশ।
# ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: প্রাবোয়া সুবিয়ান্তো।
# কাতারের বর্তমান আমিরের নাম কী?
উত্তর: শেখ তামিম বিন হামাদ আল থানি।
# সম্প্রতি কোন দেশ ৩৭০ কোটি ডলার ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনা করেছে?
উত্তর: ভারত।
# কবে ২৫ মার্চ কে গণহত্যা দিবস পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়?
উত্তর: ২০১৭ সালের ১১ মার্চ।
# নতুন করে আরও কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
উত্তর: ১১৮ জন।
# মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত চার পর্বে মোট কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে?
উত্তর: ৫৬০ জন।
# ভুটানের সাথে বাংলাদেশ সরকারের মোট কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে?
উত্তর: ৩টি।
# বাংলাদেশের সর্বশেষ পরিবেশ বান্ধব কারখানার নাম কী?
উত্তর: এপিএস নিট কম্পোজিট লিমিটেড, গাজীপুর। (বর্তমানে দেশের সর্বমোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা ২১৪ টি)
# বিশ্বের মোট জনসংখ্যার কত সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পায় না?
উত্তর: ২২০ কোটি। (তথ্যসূত্র: ইউনেস্কোর প্রতিবেদন)
# কপ-২৯ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৪ সালের নভেম্বরে, আজারবাইজানের বাকুতে।
# কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়?
উত্তর: ২০১০ সালের ২৫ মার্চ।