PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০২ মার্চ ২০২৪

# 2024 সালে ভারতের বেসামরিক সম্মানান পদ্মশ্রী লাভ করে কোন বাংলাদেশে?


উত্তর: রেজওয়ানা চৌধুরী বন্যা।


# বাংলাদেশে ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ নির্বাচিত হয়েছেন-


উত্তর: ডেভিড হ্যাম্প ও আন্দ্রো অ্যাডামস।


# সম্প্রতি ইউরোপে রপ্তানিকৃত দেশীয় কাঠ দিয়ে নির্মিত 'বেবি বাইক' কোথায় তৈরি করা হয়?


উত্তর: বাগেরহাট।


# কোন দেশে ন্যাটভুক্ত দেশগুলো আর সেনা পাঠাবে না?


উত্তর: ইউক্রেন।


# বর্তমানে ইউক্রের কত শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে?


উত্তর: 18 শতাংশ।


# তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম?


উত্তর: রাশিয়ার।


# কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন কতজন পুলিশ


উত্তর: 488 জন।


# সম্প্রতি 'কারেন্সি সোয়াপ' পদ্ধতিতে কতটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 59 কোটি ডলার রেখে টাকা নিয়েছে?


উত্তর: 12টি ব্যাংক।


# স্বাধীন ভারতের নাগরিক হিসাবে প্রথম সম্মানিত নাইটহুড খেতাব পেলেন কে?


উত্তর: সুনীল ভরতী মিত্তল।


# বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গর্ভনর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কারা?


উত্তর: হাবিবুর রহমান ও খুরশীদ আলম।


# প্রথম কোন ব্যাংক ব্যাংকাস্যারেন্স সেবা প্রদানের অনুমোদন পেয়েছে?


উত্তর: সিটি ব্যাংক।


# জাতীয় বিমা দিবস পালিত হয় কবে?


উত্তর: পহেলা মার্চ।


# সম্প্রতি ঘোষণা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে একজন ভারতীয় পর্যটক বছরে সর্বোচ্চ কতদিন অবস্থান করতে পারবে?


উত্তর: 180 দিন (90 দিন করে দুই দফায়)।


# সম্প্রতি আরব আমিরাতে ভারতীয়দের জন্য কয় বছরের জন্য মাল্টিপল ভিসা চালু করা ঘোষণা দিয়েছে?


উত্তর: 5 বছর।


# 2023-24 অর্থবছররে প্রথম সাত মাসে এডিপির কত শতাংশ বাস্তবায়িত হয়েছে?


উত্তর: 27 শতাংশ।


# আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিয়োগ পায়?


উত্তর: বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।


# বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হতে কত শতাংশ হারে আয়কর আদায় করা যাবে?


উত্তর: 15 শতাংশ।


# দেশে ব্যাংকাস্যারেক্স সেবার উদ্বোধন হবে কবে?


উত্তর: পহেলা মার্চ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!