PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৮ মার্চ ২০২৪


# ২০২৫ সালের মধ্যে কত শতাংশ লেনদেন ডিজিটাল মাধ্যমে আনার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক।
উত্তর: ৩০ শতাংশ।

# মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণে কত কোটি ডলার খরচ করবে ভারত সরকার?
উত্তর: ৩৭০ কোটি ডলার। 

# বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে কোন তিনটি বিদেশি কোম্পানি যৌথভাবে কাজ করবে?
উত্তর: গ্যাজপ্রম, সিনোপ্যাক ও এরিয়েল।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয় কবে?
উত্তর: ২৫ মার্চ, ২০২৪।

# জিএফসিআইয়ের তথ্যমতে, এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্র কোন দেশ?
উত্তর: সিঙ্গাপুর।

# চলতি অর্থবছরে ব্রি এর মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৪ কোটি ১২ লাখ টন।

# কত সালে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শুল্ক চালু হতে পারে?
উত্তর: ২০২৬ সালে।

# পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশের নাম কী?
 উত্তর: ভারত।

# সম্প্রতি কোন দেশ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর: জাপান।

# সানেম এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্রের হার কত শতাংশ? 
উত্তর: ২০.৭ শতাংশ।

# সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের শিরুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে?
 উত্তর: ফ্লোরিডা।

#  গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, এশিয়ার শীর্ষ বিলিয়েনারের সংখ্যা এখন কোন শহরে?
উত্তর: মুম্বাই।

# সানেম এর জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে দারিদ্রের হার সবচেয়ে বেশি?
উত্তর: বরিশাল (৩২.৫ শতাংশ)।

#  বিবিএস এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ১৭ কোটি ২৯ লাখ ২০ হাজার।

# সম্ভাব্য সেনেগালের কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: বাসিরু দিওমায়ে ফায়ে।

# গত ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে-
উত্তর: সাড়ে ১৮ লাখ কোটি টাকা।

# সৌদি আরব থেকে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারীর নাম কী? 
উত্তর: রুমি আলকাথটানি (২৭)।

# বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ? 

উত্তর: চীন (আমদানির ২৬%)।

# বিবিএস এর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৩%

# গাজায় যুদ্ধবিরতির আহবান নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে কত ভোটে?
উত্তর: ১৪টি দেশ পক্ষে এবং যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।

# বাণিজ্যিক ব্যাংকের 'ব্যবস্থাপনা পরিচালক' হতে কত বছরের অভিজ্ঞতা লাগবে?
উত্তর: ২০ বছরের।

# বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর: ১৩টি

# সম্প্রতি কোন দেশের রাজা বাংলাদেশে সফরে আসেন?
উত্তর: ভুটান।

# 'অপারেশন ১০২৭' অভিযান কোন দেশের সাথে সম্পর্কিত?
উত্তর: মিয়ানমার।

# টংক আন্দোলন বা হাজং বিদ্রোহের নেত্রী ছিলেন কে?
উত্তর: কুমুদিনী হাজং।

# সৌদি আরবে নির্মিত ভিন্নধর্মী থিম পার্কের নাম কী?
উত্তর: ড্রাগন বল।

# অলিম্পিক আসর-২০২৪ কোথায় বসতে যাচ্ছে?
উত্তর: প্যারিস, ফ্রান্স।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.