PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৭ মার্চ ২০২৪




# গ্লোবাল রিচ লিস্ট ২০২৪ অনুযায়ী, এশিয়ার শীর্ষ বিলিয়েনারের সংখ্যা এখন কোন শহরে?
উত্তরঃ মুম্বাই।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কবে পাশ হয়?
উত্তরঃ ২৫ মার্চ, ২০২৪।

# সানেমের- ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে দারিদ্রের হার সবচেয়ে বেশি?
 উত্তরঃ বরিশাল- ৩২.৫ শতাংশ (সবচেয়ে কম সিলেটে ৮.৯ শতাংশ)।

# বিবিএসের তথ্যানুসারে, ২০২৩ সালের হিসেবে বর্তমানে দেশে মানুষের গড় আয়ু কত?
উত্তরঃ ৭২ দশমিক ৩ বছর।

# সৌদি আরব থেকে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারীর নাম কী? 
উত্তরঃ রুমি আলকাথটানি (২৭)।

# সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের শিরুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে?
 উত্তরঃ ফ্লোরিডা।

# মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশে আমন্ত্রিত ভুটানের রাজার নাম কী?
 উত্তরঃ জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

# সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)- এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্রের হার কত? 
উত্তরঃ ২০.৭ শতাংশ।

# 'ফেডারেল ক্রস অব মেরিট-২০২৪' অর্জন করেছেন কোন বাংলাদেশি?
উত্তরঃ ড. গোলাম আবু জাকারিয়া।

# বিশ্বের মোট জনসংখ্যার কত সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পায় না?
উত্তরঃ ২২০ কোটি। (তথ্যসূত্র: ইউনেস্কোর প্রতিবেদন)

# ভুটানের সাথে বাংলাদেশ সরকারের মোট কতটি সমঝোতা স্মারক সই হয়েছে?
উত্তরঃ ৩টি।

# নতুন করে আরও কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
উত্তরঃ ১১৮ জন।

# মুক্তিযুদ্ধ নিয়ে প্রকল্প বানিয়ে কোন দুই মার্কিন কিশোরী স্বর্ণপদক জয় করেছেন?
উত্তরঃ অর্চিতা শ্বেতা ও রিফাইয়া ফয়সাল।

# কপ-২৯ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২৪ সালের নভেম্বরে, আজারবাইজানের বাকুতে।

# বাংলাদেশের সর্বশেষ পরিবেশ বান্ধব কারখানার নাম কী?
উত্তরঃ এপিএস নিট কম্পোজিট লিমিটেড, গাজীপুর। (বর্তমানে দেশের সর্বমোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা ২১৪ টি)

# মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত চার পর্বে মোট কতজন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করেছে?
উত্তরঃ ৫৬০ জন।

# কতজন শহিদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
উত্তরঃ ৫৬০ জনের।

# সরকার ২০২৫ সালের মধ্যে দেশের সব লেনদেনের কত শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তরঃ ৩০ শতাংশ।

# সম্প্রতি কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সদস্যপদ পেয়েছে?
উত্তরঃ ব্রাজিল। (বর্তমানে CERN এর মোট সদস্য-২৩টি)।

# বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ২৪ মার্চ।

# নবায়নযোগ্য বিদ্যুৎশক্তি দ্বারা পরিচালিত হবে কোন দেশের নতুন পেপসি কারখানা?
উত্তরঃ ভিয়েতনাম।

# বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা কত?
উত্তরঃ ১৩টি

# সম্প্রতি ইউরোপের কোন চারটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে?
উত্তরঃ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।

# সম্প্রতি ICC-এর প্যানেলে কতজন বাংলাদেশি নারী আম্পায়ার যুক্ত হয়েছেন?
উত্তরঃ চারজন। (আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হয়েছে একজন)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!