PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৬ মার্চ ২০২৪


# মুক্তিযুদ্ধ নিয়ে প্রকল্প বানিয়ে কোন দুই মার্কিন কিশোরী স্বর্ণপদক জয় করেছে?
উত্তর: অরচিতা শ্বেত ও রিফাইয়া ফয়সাল।

# ফেডারেল ক্রস অব মেরিট-2024 অর্জন করেছে কোন বাংলাদেশী?
উত্তর: ড. গোলাম আবু জাকারিয়া।

# বিশ্বের মোট জনসংখ্যার কত সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পায় না?
উত্তর: 220 কোটি।

# ভুটানের সাথে বাংলাদেশ সরকারের মোট কতটি সমঝোত স্মারক সই হয়েছে?
উত্তর: ওটি।

# বর্তমানে দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা কত?
উত্তর: 13টি

# কপ-29 সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: 2024 সালের নভেম্বর, আজারবাইজানের বাকুতে।

# ইউনেস্কোর দ্যা ট্রি অব পিস পুরষ্কার পেয়েছেন কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।

#  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে কোন চারটি দেশ?
উত্তর: স্পেন, আয়ানল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনীত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো প্রদান করেছে কোন দেশ?
উত্তর: রাশিয়া ও চীন।

# দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশী ঋণের পরিমাণ কত ছাড়ালো?
উত্তর: 100 মিলিয়ন ডলার।

# বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তরের মোট স্টেশন কতটি?
উত্তর: 61 টি।

# বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর 24 মার্চ।

# তিস্তার পানি সংকটের কারণে ২০২৩ সালের মধ্যে কত শতাংশ চাল উৎপাদন হ্রাস পাবে?
উত্তর: ৮ (আট) শতাংশ।

# ২০২২-২৩ অর্থবছরে একক দেশ হিসাবে বাংলাদেশ বেশি সুদ পরিশোধ করে দেশের?
উত্তর: রাশিয়ার (২৪২০ কোটি টাকা)।

# সম্প্রতি কোন দেশের সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে?
উত্তর: কানাডা।

# কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুখি দেশের তালিকা প্রকাশ করে?
উত্তর: জাতিসংঘ।

# দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন পেয়েছে-
উত্তর: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

# বিশ্ব আবহাওয়া দিবস কপে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ২৩ মার্চ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.