PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৯ মার্চ ২০২৪

# সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন কোন স্কিম চালু হতে যাচ্ছে?

উত্তর: প্রত্যয়।

# সমুদ্রপথে গাজা উপকূলে পৌঁছানো প্রথম ত্রানবাহী জাহাজের নাম কী?

উত্তর: ওপেন আর্মস (স্পেন)।

# বর্তমানে দেশে অনুমোদিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?

উত্তর: 169টি।

# 2022-23 অর্থবছরে বাংলাদেশ কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে?

উত্তর: 122 কোটি ডলার।

# বঙ্গবন্ধুর পুরো জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?

উত্তর: মুজিব একটি জাতির রূপকার।

# বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?

উত্তর: 213টি।

# সম্প্রতি ওমান উপসাগরে ইরান, রাশিয়া ও চীন পরিচালিত পাঁচ দিনের যৌথ নৌ মহড়ার নাম কী?

উত্তর: মেরিটাইম সিকিউরিটি বেল্ট-20241

# বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলদেশের অবস্থান কততম?

উত্তর: তৃতীয়।

# বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও জাপানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে?

উত্তর: ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (EPA)।

# চলতি 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেট কত টাকা?

উত্তর: 7,61,785.15 কোটি টাকা।

# জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূতের নাম কী?

উত্তর: ভিক্টোরিয়া (সুইডেনের রাজকন্যা)।

# 96তম অস্কার-2024 সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: সিলিয়ান মারফি।

# সম্প্রতি ভারত ইউরোপের কোন কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর: নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন।

# মহেশখালী-মাতারবাড়ীকে কেন্দ্র করে কোন অর্থনৈতিক করিডর গড়ে উঠছে?

উত্তর: এমআইডিআই বা মিডি।

# বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

উত্তর: শরিফা খান (সাবেক সিনিয়ন সচিব)।

# চলতি অর্থবছরের (2023-24) প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে কোন দেশ থেকে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

# বিশ্বে চার বছরে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে কোথায়?

উত্তর: গাজায়।

# খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: মিশর।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!