PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১৭ মার্চ ২০২৪

# বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। (জন্ম: ১৭ মার্চ, ১৯২০)

# জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
উত্তর: প্রতিবছর ১৭ মার্চ।

# বাংলাদেশে প্রথম শিশু দিবস পালন করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৬ সাল থেকে।

# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে?
উত্তর: ১২২ কোটি ডলার।

# বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৩ টি।

# বর্তমানে দেশে অনুমোদিত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১৬৯ টি।

# সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ 'এমভি আব্দুল্লাহ'-র মালিকানা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: এস আর শিপিং লিমিডেট।

# সম্প্রতি কোন দেশ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মাল্টার পতাকাবাহী জাহাজ উদ্ধার করেছে?
উত্তর: ভারত।

# ২০২৪ সালে কত জনকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করেছে সরকার? 
উত্তর: ১০ বিশিষ্টজনকে।

# বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর: "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি"।

# বিবিএস-এর জরিপ অনুযায়ী দেশে মোট শিশু শ্রমিকের সংখ্যা কত?

উত্তর: ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭ জন।

# সরকার কতটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে? উত্তর: ৪৩টি।

# বারোমাসি কাঁঠালের উদ্ভাবিত নতুন জাতের নাম কী?

উত্তর: বারি-৬।

# সম্প্রতি কতজন বাংলাদেশি প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন?

উত্তর: ২জন।

# ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: মোহাম্মদ মুস্তাফা।

# বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলীর নাম কী?

উত্তর: ডেভিন। (নির্মাতা প্রতিষ্ঠান-কগনিশন)

# বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৫ মার্চ।

# কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন কবে?

উত্তর: ১৯০৪ সালের ১৫ মার্চ।

# দেশে প্রতিবছর কী পরিমাণ মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়?

উত্তর: প্রায় ২ কোটি ৬০ লক্ষ। [তথ্যসূত্র: বিআইডিএস]

# বর্তমানে দেশে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: ১৬০ মেগাওয়াট।

# লোনা পানির কুমিরকে বাংলাদেশে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে কোন প্রষ্ঠান?

উত্তর: International Union for Conservation of Nature (IUCN)।

# ICT ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) ২০২৩- সালে ১৬৯টি দেশের গড় স্কোর কত?

উত্তর: ৭২.৮।

# ICT ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৩- এ বাংলাদেশের স্কোর কত?

উত্তর: ৬১.১।

# ক্রিকেট ইতিহাসের ১ম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৭৭ সালে। (আজকের দিনে)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!