PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১২ মার্চ ২০২৪

# ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে, কত তারিখের আগের আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার?


উত্তর: ৩১ ডিসেম্বর ২০১৪।


# সম্প্রতি কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-শ্রমিকদের কাজে নিতে আগ্রহী? উত্তর: হাঙ্গেরি।


# সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে?


উত্তর: আর্মেনিয়া।


# সম্প্রতি ভারত ইউরোপের কোন কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর: নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন।


# দেশের কোন তিনটি মোবাইল কোম্পানি তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে পারবে?


উত্তর: গ্রামীণফোন, রবি ও টেলিটক।


# 'সেরা ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান করে কোন মন্ত্রণালয়?


উত্তর: বাণিজ্য মন্ত্রণালয়।


# সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা কতটি দাড়িয়েছে? উত্তর: ১,৫৮০টি।


# সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির কত কোটি টাকা?


উত্তর: ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা।


# খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?


উত্তর: মিশর।


# অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ- ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছেন কোন দেশ? উত্তর: বাংলাদেশ।


# গাজা উপকূলে বন্দর নির্মাণের জন্য প্রেরিত মার্কিন সামরিক জাহাজের নাম কী? উত্তর: জেনারেল ফ্রাঙ্ক এস বেসন।


# বিশ্ব ব্যাংকরে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে?


উত্তর: শরিফা খান (সাবেক সিনিয়র সচিব)।


# বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশকে কয়টি ক্লকে ভাগ করা হয়েছে?


উত্তর: ২৬টি ব্লকে।


# মহেশখালী-মাতারবাড়ীকে কেন্দ্র করে কোন অর্থনৈতিক করিডর গড়ে উঠছে?


উত্তর: এমআইডিআই।


# বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে?


উত্তর: কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA) |


# ৯৬তম অস্কার-২০২৪ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন কোনটি?


উত্তর: ওপেনহেইমার।


# ৯৬তম অস্কার-২০২৪ সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কে? উত্তর: কিলিয়ান মারফি।


# 'ইরাবতী' সংবাদ সংস্থা কোন দেশ থেকে পরিচালিত হয়? উত্তর: ব্যাংকক, থাইল্যান্ড।



# এফএবি-১৫০০ কোন দেশের তৈরি বিদ্ধর্সি বোমা?


উত্তর: রাশিয়া।


# সম্প্রতি কোন দেশ ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন দেওয়ার আশ্বাস দিয়েছেন?


উত্তর: যুক্তরাজ্য।


# বাংলাদেশ কোন দেশের সঙ্গে 'কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA)' সই করতে যাচ্ছে?


উত্তর: সংযুক্ত আরব আমিরাত।


# বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ পথ 'সেলা টানেল' কোথায় নির্মিত হয়েছে?


উত্তর: অরুণাচল, ভারত।


# সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে কত সালে বিস্ফোরণ ঘটে?


উত্তর: ২০০৫ সালে।


# প্রথম পেস বোলার হিসেবে টেস্টে ৭০০ ইউকেট শিকারের রেকর্ড গড়েছেন কোন খেলোয়াড়?


উত্তর: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।


# বর্তমানে সরকারি চাকরির কত শতাংশ নারীদের দখলে?


উত্তর: ২৯ শতাংশ।


# এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) এর সদস্য দেশ কতটি?


উত্তর: ৯টি।


# ' গ্লোবাল টাইমস' কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম?


উত্তর: চীন।


# পাকিস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?


উত্তর: আসিফ আলী জারদারি।


# 'নাটুয়া' নাচ কোন আদিবাসী গোষ্ঠীর-


উত্তর: সাঁওতাল।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!