# জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?
উত্তর: ১০ মার্চ।
# বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১০ মার্চ, ১৯৪২।
# বর্তমানে সরকারি চাকরির কত শতাংশ নারীদের দখলে?
উত্তর: ২৯ শতাংশ।
# UGC- এর তথ্যমতে, বাংলাদেশে বর্তমান সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর: ৫৫টি, ১১৪টি ও ৩টি।
# সম্প্রতি কোন দেশ ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন দেওয়ার আশ্বাস দিয়েছে?
উত্তর: যুক্তরাজ্য।
# আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধানের নাম কী?
উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
# পাকিস্তানের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: আসিফ আলী জারদারি (২য় বারের মতো)।
# পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।
# বাংলাদেশ সরকার কতজন নারীকে "সেরা জয়িতা পুরস্কার ২০২৩” প্রদান করেন? উত্তর: ৫ জন।
# 'আমার পণ' বিখ্যাত কবিতাটি কার রচনা?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার (মৃত্যু: ৯ মার্চ, ১৮৫৮)
# BBS -এর সর্বশেষ তথ্যমতে, প্রতিমাসে খাদ্য গ্রহণে গড় মাথাপিছু ব্যয় কত?
উত্তর: ১ হাজার ৮৫১ টাকা। (এটিই 'ফুড পোভার্টি লাইন' বা 'খাদ্য দারিদ্রসীমা')
# পাট উৎপাদনে বর্তমানে, বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: দ্বিতীয়।
# বন বিভাগের সূত্র মতে, সুন্দরবনের বাংলাদেশ অঞ্চলের আয়তন কত?
উত্তর: ৬ হাজার ১৭ বর্গ কি.মি.।
# ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট কে?
উত্তর: উরসুলা ভন ডার লিয়েন।
# ক্লাইমেট চেঞ্জ সার্ভিস অব কোপার্নিকাস (সিসিএসসি) কোন জোটের অঙ্গপ্রতিষ্ঠান?
উত্তর: ইউরোপিয় ইউনিয়ন (ইউরোপের দেশগুলোর জোট)
# ভূ-পৃষ্ঠের সবচেয়ে কাছের বাতাসের স্তরের নাম কী? উত্তর: ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল। (ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কি.মি. পর্যন্ত উঁচু)
# আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর: ৮ মার্চ।
# 'বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য' বইটির লেখক কে?
উত্তর: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। (মুখবন্ধ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা)
# দেশের কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহারের বাইরে?
উত্তর: প্রায় ৬৭ শতাংশ।
# বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিয়ানে অংশগ্রহণ করেন কে?
উত্তর: কাজী শাহানা পারভীন
# ত্রাণসহায়তা পাঠাতে ফিলিস্তিনের গাজার উপকূলে বন্দর নির্মাণ করবে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্রের নাম কী?
উত্তর: সুইডেন।
# সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: উলফ ক্রিস্টারসন।
# চীনের আইনসভার নাম কী?
উত্তর: ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)।