PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৯ মার্চ ২০২৪


# ত্রাণসহায়তা পাঠাতে ফিলিস্তিনের গাজার উপকূলে বন্দর নির্মাণ করবে কোন দেশ? উত্তর: যুক্তরাষ্ট্র।

# বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন কে?

উত্তর: কাজী শাহানা পারভীন।

# বাংলাদেশ সরকার কতজন নারীকে 'সেরা জয়িতা পুরস্কার-২০২৩' প্রদান করেন?

উত্তর: ৫ জন।

# ভি-ডেমের প্রতিবেদনে, উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের সূচক কততম?

উত্তর: ১৪৬তম।

# ফেব্রুয়ারি মাসে দেশের মুদ্রাস্ফীতির হার কত ছিল?

উত্তর: ৯.৬৭ শতাংশ।

# টি-২০ বিশ্বকাপ (পুরুষ)-২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে।

# বিশ্বে প্রথমবার কম্পিউটারে আরবি ভাষা অন্তর্ভুক্ত করেন কে?

উত্তর: শায়খ মুহাম্মদ বিন আবদুর রহমান আল-শারিখ।

# ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্রের নাম কী?

উত্তর: সুইডেন (৭ মার্চ ২০২৪)।

# ইউরোপীয় কমিশনের প্রধান হচ্ছেন-

উত্তর: ভন ডের লেয়েন

# ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণকে (UNESCO) ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় কবে? উত্তর: ৩০ অক্টোবর, ২০১৭।

# ইলন মাস্কের মতে, এআইয়ের কারণে কত সালে সমগ্র বিশ্ব বিদ্যুৎ সংকটে পড়বে?

উত্তর: ২০২৫ সালে।

# 'অসমাপ্ত আত্মজীবনী' কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় অনূদিত করা হয়েছে?

উত্তর: ছয়টি ভাষায় (চাকমা, মারমা, ককবরক, অচিক, কুড়মালি ও সাদরি)।

# বঙ্গবন্ধুর জীবন নিয়ে তৈরি কোন গ্রাফিক নভেল সম্প্রতি 'আন্তর্জাতিক মাঙ্গা পুরস্কার' পেয়েছে? উত্তর: ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু।

# সম্প্রতি পরিবেশবান্ধব সবুজ কারখানা হিসেবে 'লিড' সনদ পেয়েছে কোন কোন কারখানা?

উত্তর: প্রীতি কম্পোজিট টেক্সটাইল ও টঙ্গীর ইউনিয়ন স্পোর্টসওয়্যার।

# সবুজ কারখানা হিসেবে 'লিড' সনদ পাওয়া কারখানার সংখ্যা এখন- উত্তর: ২১১টি।

# সম্প্রতি নদীর নিচে মেট্রোরেল এর চলাচল শুরু করল কোন দেশে? উত্তর: কলকাতা, ভারত।

# স্ট্রোক জনিত কারণে মৃত্যুহার সবচেয়ে বেশি কোন বিভাগে? উত্তর: খুলনা বিভাগে।

# মহাকাশ গবেষণা সংস্থা 'রসকসমস' কোন দেশের গবেষণা সংস্থা? উত্তর: রাশিয়ার।

# বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কী?

উত্তর: গঙ্গা-কপোতাক্ষ সেট প্রকল্প।

# চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে কোন দেশ? উত্তর: চীন ও রাশিয়া।

# যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন কে?

উত্তর: আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

# বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার কত শতাংশ পাট থেকে আসে?

উত্তর: প্রায় ৩ শতাংশ।

# ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে কী পরিমাণ কাঁচা পাট উৎপাদিত হয়েছে?

উত্তর: ৯৮ লাখ ৫৩ হাজার বেল।

# ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি থেকে কত আয় করেছ?

উত্তর: ৯১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

# বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত বেসরকারি সংস্থার (NGO) সংখ্যা কতটি? উত্তর: ২,৬১২টি।

# নারী সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: কাঠমান্ডু, নেপাল।

# সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে আসন নিয়েছেন-

উত্তর: জেফ বেজোস (দ্বিতীয়- ইলন মাল্ক)।

# 'অফশোর ব্যাংকিং আইন-২০২৪' জাতীয় সংসদে পাশ হয় কবে? উত্তর: ৫ মার্চ, ২০২৪

# ডি-৮ জোট এর বর্তমান সভাপতি দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!