PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ৩ ফেব্রুয়ারি ২০২৪



# বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি- চলচ্চিত্রের নাম কী?
উত্তর: জেকে ১৯৭১ (পরিচালক-ফখরুল আরেফিন খান)।

# ২০২৪ সালে মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাবে কোন দেশ?
উত্তর: জাপান।

# 'আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)'-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৬৯ টি (সর্বশেষ সদস্যদেশ-গুয়েতেমালা)।

# রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটোর সদস্যদেশ কয়টি?
উত্তর: ৬ টি (রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে)।

# 'NSO Group' কোন দেশভিত্তিক গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান?
উত্তর: ইসরায়েল।

# 'বিশ্ব জলাভূমি দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ ২ ফেব্রুয়ারি।

# বাংলাদেশের চতুর্থ শীর্ষ ঋণদাতা দেশ চীন বাংলাদেশকে কয় ধরনের মুদ্রায় ঋণ প্রদান করে?
উত্তরঃ ২ ধরনের (ডলার ও ইউয়ান)।

# দেশে 'জাতীয় নিরাপদ খাদ্য দিবস' পালিত হয় কত তারিখে?
উত্তরঃ ২ ফেব্রুয়ারি।

# বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত কোন জনপ্রিয় অনুষ্ঠানটি সম্প্রতি 'আন্তর্জাতিক অ্যানথেম অ্যাওয়ার্ড-২০২৪' জিতেছে?
উত্তরঃ সিসিমপুর।

# মালয়েশিয়ার নতুন (১৭তম) রাজার নাম কী?
উত্তরঃ সুলতান ইব্রাহিম।

# বর্তমানে বাংলাদেশে চীনা ঋণে কয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে?
উত্তরঃ ১৪ টি।

# সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কততম নারী আঞ্চলিক পরিচালক?
উত্তরঃ দ্বিতীয়।

# সম্প্রতি তাইওয়ানের নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ হান কুয়ো-ইউ।

# সম্প্রতি (৩১ জানুয়ারি, ২০২৪) মালয়েশিয়ার নতুন রাজা (১৭তম) হিসাবে শপথ নিয়েছেন কে?
উত্তরঃ সুলতান ইব্রাহিম ইস্কান্দার (১৭তম)।
# 'অ্যালান বোর্ডর' পদক পেয়েছেন অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার?
উত্তরঃ মিচেল মার্শ।

# ইসরাইলের সাথে আরব আমিরাত ও বাহারাইনের সম্পর্ক স্বাভাবিক হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
উত্তরঃ আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি।

# বাংলাদেশে এলএনজি সরবরাহে ১৫ বছরের জন্য চুক্তি করেছে কোন কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি।

# অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের কোন পদক প্রদান করা হয়?
উত্তরঃ অ্যালান বোর্ডার পদক (নারীদের পদক: বেলিন্ডা ক্লার্ক পুরস্কার)।

# দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় মহিলা আঞ্চলিক পরিচালক কে?
উত্তরঃ সায়মা ওয়াজেদ পুতুল।

# ব্যাংক খাতের সংস্কার ও সুশাসন ফেরাতে কতটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক?
উত্তরঃ ১৭টি কর্মপরিকল্পনা।

# আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?
উত্তরঃ ৩.১ শতাংশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!