PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ২৬ ফেব্রুয়ারি ২০২৪



# সম্প্রতি (ফ্রেব্রুয়ারি-২০২৪) পদত্যাগ করা ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মোহাম্মদ শাতায়েহ।

# বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১০২তম। [সূত্র: লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স]

# Gmail এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইলন মাস্ক নতুন কোন পরিসেবা চালু করতে যাচ্ছে?
উত্তরঃ এক্সমেইল (Xmail)।

# ইসরায়েল কোন দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে?
উত্তরঃ ভারত।

# তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

# বিশ্বব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের (অপারেশন্স) নাম কী?
উত্তরঃ আন্না বিজার্ড।

# IMF এর মতে, ২০২৩ সালে বৈশ্বিক ঋণের পরিমাণ কত?
উত্তরঃ ১৫ ট্রিলিয়ন বা ১৫ লাখ

ডলারের বেশি। # ভাষা শহীদদের স্মরণে উন্মুক্ত হওয়া নতুন ৩টি ডিজিটাল সেবার নাম কী?
উত্তরঃ 'উচ্চারন', 'কথা' এবং 'বর্ণ'।

# ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ এ কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া- কিউবা। (৬৫ বছর পর)

# বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনীসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হয় কবে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।

# বাংলাদেশ রেলওয়ের 'পর্যটন এক্সপ্রেস' ট্রেনটি কোন রুটে চলাচল করবে?
উত্তরঃ ঢাকা-কক্সবাজার রুটে।

# চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কী?
উত্তরঃ ওডিসিয়াস।

# বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স চালু হবে কবে থেকে?
উত্তরঃ ১লা মার্চ, ২০২৪।

# ২০২৪ এ সমাজ সেবায় একুশে পদক পান কে?
উত্তরঃ জিয়াউল হক। (চাঁপাইনবাবগঞ্জ)

# বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কতটি?
উত্তরঃ ২৯টি।

# আইএমএফ (IMF) তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তরঃ লুক্সেমবার্গ।

# বর্তমানে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তরঃ ভারত (দ্বিতীয়- থাইল্যান্ড)।

# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযানের রোবটের নাম কী?
উত্তরঃ অডিসিয়াস।

# সম্প্রতি কোন দেশের জ্যোতিবিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু বা কোয়েসায়ের সন্ধান পাওয়ার দাবি করেছে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

# দেশে উৎপাদিত বিদ্যুৎ এর সর্বোচ্চ আসে কোন জ্বালানি হতে?
উত্তরঃ গ্যাস। (১০৭১২ মেগাওয়াট যা মোট উৎপাদনের ৪২%)

# ২০২৩ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেরা কৃষি প্রযুক্তির শ্রেণিতে 'ই-কমার্স মুভার্স (ইকমা)' পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ ফসল ডটকম।

# জানুয়ারি-২০২৪ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত?
উত্তরঃ ১৩ কোটি ২৬ লাখ।

# কত সাল থেকে ইলন মাস্কের কোম্পানি 'স্পেসএক্স' মঙ্গলগ্রহে মানুষ পাঠাবে?
উত্তরঃ ২০২৯ সাল থেকে।

# যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগ ইসরাইলের 'হত্যার লাইসেন্স' প্রদানের সঙ্গে তুলনা করেছে কোন দেশ?
উত্তরঃ চীন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.