# শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কী?
উত্তর: 'বঙ্গবন্ধু' অ্যাপ। (২৪ ফেব্রুয়ারি, ২০২৪ উদ্বোধন করা হয়)
# বর্তমানে দেশে যুক্তরাষ্ট্রের লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২০৯টি।
# বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী।
# 'বাহারছড়া' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
উত্তর: টেকনাফ, কক্সবাজার।
বর্তমানে দেশে কতটি প্রকল্প ভারতীয় ঋণে চলমান রয়েছে?
উত্তর: ৮ টি।
# জাতিসংঘের তথ্যমতে গত দুই মাসে সুয়েজ খাল দিয়ে কী পরিমাণ জাহাজ চলাচল কমেছে?
উত্তর: ৪২ শতাংশ।
# ইসরায়েল কোন দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে?
উত্তর: ভারত।
# বর্তমানে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশের নাম কী?
উত্তর: ভারত।
# শেখ মুজিবুর রহমান 'বাকশাল' প্রতিষ্ঠা করেন কবে?
উত্তর: ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি।
# এযাবৎ দেশে ভুট্টার কতটি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে?
উত্তর: ২৯টি (২০টি হাইব্রিড, ৯টি কম্পোজিট) [সুত্র: BWMRI]
# ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ ভুট্টার ফলন হয়েছে?
উত্তর: ৬৪ লাখ মেট্রিক টন (৬.০৫ হেক্টর জমিতে)।
# চলতি অর্থবছরে বাংলাদেশে কী পরিমাণ পেঁয়াজ রপ্তানি করবে ভারত?
উত্তর: ৫০ হাজার টন।
# বর্তমানে সারাদেশে নিবন্ধিত জেলের সংখ্যা কত?
উত্তর: ১৮ লাখ ৩ হাজার ৪১৮।
# বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: মরক্কো। (জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৩০৪)
# সম্প্রতি তাইওয়ানের চিপ কোম্পানি চীনের পরিবর্তে কোন দেশে তাদের কার্যক্রম বাড়াচ্ছে?
উত্তর: জাপানে।
# ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সৌদি আরব।
# ভাষা শহীদদের জন্য প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে এবং কোথায়?
উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে।
# শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কবে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। (ঢাকায় ছাত্র সংগ্রাম পরিষদ এই উপাধি দেয়)
# বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত?
উত্তর: ২৫,৪৮১ মেগাওয়াট।
# দেশে উৎপাদিত বিদ্যুৎ এর সর্বোচ্চ আসে কোন জ্বালানি হতে?
উত্তর: গ্যাস। (১০৭১২ মেগাওয়াট যা মোট উৎপাদনের ৪২%)
# মহাকাব্য 'মহাভারতের' বাংলা অনুবাদকের নাম কী?
উত্তর: কালীপ্রসন্ন সিংহ। (জন্ম: ২৩ ফেব্রুয়ারি, ১৮৪০)
# সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা মার্কিন মহাকাশযানের রোবটের নাম কী?
উত্তর: অডিসিয়াস। (৫০ বছর পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান)
# 'টুপোলেভ টু-১৬০ এম' কোন দেশের নির্মিত বোমারু বিমান?
উত্তর: রাশিয়া।
# বিখ্যাত কবি জন কিটস কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৮২১।
Daily আপডেট GK ২৪ ফেব্রুয়ারি ২০২৪
0